অবিরাম বর্ষণে ফের বাড়ছে যমুনার জলস্তর, দিল্লিতে জারি হাই অ্যালার্ট

Story by  atv | Posted by  Aparna Das • 3 d ago
টানা বর্ষণে বাড়ছে যমুনার জলস্তর, দিল্লিতে জারি হাই অ্যালার্ট
টানা বর্ষণে বাড়ছে যমুনার জলস্তর, দিল্লিতে জারি হাই অ্যালার্ট
 
নয়া দিল্লি

যমুনা নদীর জলস্তর ফের বেড়েছে টানা বর্ষণের কারণে। শুক্রবার বিকেল ৫টা নাগাদ হাতীকুণ্ড ব্যারেজে ৯০,৯২৬ কিউসেক জলপ্রবাহ রেকর্ড করা হয়েছে। এরই মধ্যে রাজধানীর বেশ কিছু এলাকায় জল জমে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে, যা প্রশাসনের উদ্বেগের কারণ হয়ে উঠেছে।
 
যদিও সরকারিভাবে এখনও বন্যা ঘোষণা করা হয়নি, বিশেষজ্ঞদের মতে মাত্র ৯ হাজার কিউসেক জল বৃদ্ধিই ছোটখাটো বন্যার সূচনা করতে পারে। তবে সন্ধ্যা ৭টার মধ্যে প্রবাহ কিছুটা কমে ৮৪,১৬০ কিউসেক হয়েছে।
 
জলসম্পদ দফতরের এক কর্মী শের সিং জানিয়েছেন, “এখনও পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে যদি বৃষ্টিপাত চলতেই থাকে, তাহলে যেকোনও সময় নদীর জল বেড়ে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে। আমরা নজরদারি চালিয়ে যাচ্ছি।”
 
দফতরের তথ্য অনুযায়ী, হাতীকুণ্ড থেকে ছাড়া জল দিল্লি পৌঁছতে প্রায় ৬৫ ঘণ্টা সময় লাগে। তাই আগামী দিনগুলোতে রাজধানীতে ফের জলবদ্ধতার আশঙ্কা রয়েছে। পানির প্রবাহ বাড়া-কমার সঙ্গে সঙ্গে ২৪ ঘণ্টাই নজরদারি জারি রাখা হয়েছে। চলতি মৌসুমের শুরুতেই যমুনা বিপদসীমা অতিক্রম করেছিল, যার ফলে নিম্নভূমির বহু মানুষকে ঘরবাড়ি ছেড়ে সরে যেতে হয়েছিল।
 
এদিকে প্রশাসন তিন দিনের জন্য হাই অ্যালার্ট জারি করেছে এবং দুর্যোগ মোকাবিলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। কর্তৃপক্ষ সতর্ক করেছে, যদি আরও বৃষ্টি হয়, তবে যমুনার জল আবারও বিপজ্জনক স্তরে পৌঁছাতে পারে।


শেহতীয়া খবৰ