অবৈধ মাদ্রাসা উন্মোচিত: বেরিলিতে ধর্মান্তর মামলায় চাঞ্চল্য

Story by  atv | Posted by  Aparna Das • 1 d ago
ধর্মান্তর তহবিল মামলায় বেরিলির মাদ্রাসাটি অনিবন্ধিত বলে প্রমাণিত হয়েছে
ধর্মান্তর তহবিল মামলায় বেরিলির মাদ্রাসাটি অনিবন্ধিত বলে প্রমাণিত হয়েছে
 
বেরেলি (উত্তর প্রদেশে)

উত্তর প্রদেশের বেরেলিতে কথিত ধর্মান্তর তহবিল মামলার তদন্তে পুলিশ এক অ-পঞ্জীকৃত মাদ্রাসার সন্ধান পেয়েছে। যে প্রতিষ্ঠানের নামে বিপুল অর্থ সাহায্য সংগ্রহ করা হচ্ছিল, সেটি বৈধভাবে নিবন্ধিতই নয়। ফলে গোটা কর্মকাণ্ড নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
 
পুলিশের ধারণা, এই মাদ্রাসাকে আসলে শিক্ষার উদ্দেশ্যে নয়, বরং শুধুমাত্র ফান্ড জোগাড়ের মাধ্যম হিসেবেই ব্যবহার করা হচ্ছিল। দক্ষিণ অঞ্চলের পুলিশ সুপার অঞ্জিকা ভার্মা জানান, প্রতিষ্ঠানটি একটি সমিতি হিসেবে নাম নথিভুক্ত থাকলেও তার নবীকরণ কখনও সম্পূর্ণ হয়নি।
 
তিনি স্পষ্ট করে বলেন, “বৈধ নিবন্ধন ছাড়া কীভাবে এটি মাদ্রাসা হিসেবে চালানো হচ্ছিল, আমরা তা খতিয়ে দেখছি। এই সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না যে প্রতিষ্ঠানটিকে শুধু অর্থ সংগ্রহের জন্য চালু রাখা হয়েছিল।”
 
পুলিশ সূত্রে আরও জানা গেছে, শুধু অবৈধ অর্থ লেনদেন নয়, বরং ভবন নিজেই আইনি বৈধতা হারিয়েছে। তাই মাদ্রাসার ভবন ভেঙে ফেলার প্রক্রিয়াও আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এই পদক্ষেপে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।