ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন
নয়াদিল্লি ঃ
ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ড.) মানিক সাহা মঙ্গলবার জাতীয় রাজধানীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং রাজ্যসংক্রান্ত বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক বিষয় নিয়ে আলোচনা করেন।
ড. সাহা তাঁর সামাজিক মাধ্যমে দেওয়া একটি পোস্টে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি লেখেন,“তাঁর দূরদর্শী নেতৃত্বে ‘বিকশিত ত্রিপুরা, বিকশিত ভারত’ গঠনের লক্ষ্যে ত্রিপুরা সরকার একাধিক রূপান্তরমূলক উদ্যোগ গ্রহণ করেছে। তিনি প্রধানমন্ত্রীকে চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পর্কে অবহিত করেন এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁর সদয় সহযোগিতা কামনা করেন।”
সাক্ষাতের সময় মুখ্যমন্ত্রী কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল ব্রু-রিয়াং জনগোষ্ঠীকে ‘জাতীয় খাদ্য সুরক্ষা আইন’এর আওতায় আনা, এবং সরকারি রেশন ব্যবস্থায় গম বরাদ্দ বৃদ্ধির আবেদন।এছাড়াও, মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন ত্রিপুরার জন্য কিছু গুরুত্বপূর্ণ পরিকাঠামো ও নীতিগত প্রস্তাব বিবেচনায় নেওয়ার জন্য। এর মধ্যে ছিল:রাজ্যের রেলপথের ডাবল লেনিং (দ্বৈত লাইন) করার প্রস্তাব,আগরতলা ও গুয়াহাটির মধ্যে ‘বন্দে ভারত এক্সপ্রেস’ চালুর আবেদন,বাহ্যিক সহায়তা প্রাপ্ত প্রকল্পগুলির ক্ষেত্রে বা ঋণসীমা বৃদ্ধি,এবং আরও ১৫টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয় (EMRS) অনুমোদনের অনুরোধ।
এর পাশাপাশি, ড. সাহা ত্রিপুরার সুগন্ধি শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে একটি ‘আগর বোর্ড’ ও গবেষণা কেন্দ্র গঠনের প্রস্তাব দেন। তিনি আরও সুপারিশ করেন যে, রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক ও সাংস্কৃতিক ঐতিহ্যস্থল উনাকোটি-কে টেকসই উন্নয়ন ঐতিহ্য স্থান হিসেবে ঘোষণার চিন্তাভাবনা করা হোক।
মুখ্যমন্ত্রীর এই সাক্ষাৎ ত্রিপুরার উন্নয়ন নীতিকে জাতীয় সমন্বিত ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ভিশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখার প্রতিফলন বলে মনে করছেন পর্যবেক্ষকরা।