প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,১৪সেপ্টেম্বর মঙলদৈতে আসছেন

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 2 d ago
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
গুয়াহাটি

আগামী ১৪ই  সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসমে বেশকিছু সরকারি কর্মসূচীতে যোগ দিতে অসমে আসবেন। ১৪ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুয়াহাটিতে প্রস্তাবিত দরং মেডিকেল কলেজ, কুরুয়া- নারেঙ্গী লিঙ্ক ব্রিজ এবং রিং রোড সহ বেশ কয়েকটি উচ্চাভিলাষী প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

তিনি প্রস্তাবিত দরং মেডিকেল কলেজে একটি জনসভায়ও ভাষণ দেবেন। রাজ্য সভাপতি ও সাংসদ জানিয়েছেন, এই জনসভায় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত থাকবেন।

দরং মেডিকেল কলেজ ক্যাম্পাসের জন্য ইতিমধ্যেই ১৫৬ বিঘা জমি বরাদ্দ করেছে জেলা প্রশাসন। সাংসদ দিলীপ সাইকিয়া জানান, এই জমিতে দারাং মেডিকেল কলেজ, মেডিকেল সার্ভিসেস, বিএসি নার্সিং কলেজ, এ. এন. এম, জি. এন. এম নার্সিং কলেজ স্থাপন করা হবে। 

ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি এবং  দরং-উদালগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ শইকিয়া প্রধানমন্ত্রীর  অনুষ্ঠানের জন্য জনসভার স্থান পরিদর্শন করেন।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ শইকীয়ার সাথে ছিলেন দলের সাধারণ সম্পাদক পল্লব লোচন দাস, মঙলদৈর বিধায়ক বসন্ত দাস, সিপাঝারের বিধায়ক ডঃ পরমানন্দ রাজবংশী , জেলা বিজেপির সভাপতি মুকুন্দ ডেকা প্রমুখ।