রবিবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ : ভারত থেকে দেখা যাবে ‘রক্ত চাঁদ’

Story by  atv | Posted by  Aparna Das • 3 h ago
প্রতিনিধিত্বমূলক ছবি
প্রতিনিধিত্বমূলক ছবি
 
সম্পি চক্রবর্তী পুরকায়স্থ, কলকাতা

৭ সেপ্টেম্বর রবিবার রাত ৯টা থেকে গভীর রাত ২টো ২৫ মিনিট (ভারতীয় সময়) পর্যন্ত চলবে চন্দ্রগ্রহণ প্রক্রিয়া। তার মধ্যে ৮২ মিনিট (এক ঘণ্টা ২২ মিনিট) ধরে হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। বিজ্ঞানীরা বলছেন, অনেক বছর পরে এত দীর্ঘ সময় ধরে হতে চলেছে চন্দ্রগ্রহণ। এ রকম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ খুব শীঘ্র আর ভারত থেকে দেখা যাবে না। তার জন্য আবার অপেক্ষা করতে হবে আরও তিন বছর।
 
গ্রিনিচ সময় বা ইউটিসি অনুসারে ৭ সেপ্টেম্বর বিকেল ৩টে ২৫ মিনিটেই শুরু হয়ে যাবে চন্দ্রগ্রহণ। ভারতে তখন রাত ৮টা ৫৮ মিনিট। ইউটিসি অনুসারে ৭ সেপ্টেম্বর রাত ৮টা ৫৫ মিনিটে শেষ হবে সেই গ্রহণ। ভারতে তখন ৮ সেপ্টেম্বর রাত ২টো ২৫ মিনিট। এর মাঝে চাঁদের রং হয়ে উঠবে লাল। ভারতে সেই দৃশ্য দেখা যাবে ৭ সেপ্টেম্বর রাত ১১টা থেকে ৮ সেপ্টেম্বর রাত ১২টা ২২ মিনিট পর্যন্ত প্রায় ৮২ মিনিট সময় ধরে। এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা থেকে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। ভারতের প্রায় সব শহর থেকেই দেখা যাবে। কলকাতা, দিল্লি, মুম্বই, পুণে, লখনউ, হায়দরাবাদ, চণ্ডীগড় থেকে স্পষ্ট এই গ্রহণ দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। 
 
এই বিষয়ে ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের অধিকর্তা সন্দীপকুমার চক্রবর্তী জানালেন, এই চন্দ্রগ্রহণ অন্যতম দীর্ঘ। রবিবার রাত ১১টা ৪২ মিনিটে (ভারতীয় সময়) সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন দেখা যাবে চাঁদকে। ওই সময়ে চাঁদের রং থাকবে টকটকে লাল। সন্দীপ জানিয়েছেন, রবিবারের এই চন্দ্রগ্রহণ এত দীর্ঘ ক্ষণ ধরে চলবে যে, আবহাওয়া খারাপ থাকলেও সমস্যা হবে না। কখনও না কখনও দেখার সুযোগ ঠিকই পেয়ে যাবেন ইচ্ছুকেরা।
 
তা ছাড়া গ্রহণের সময়ে চাঁদ এমন অবস্থানে থাকবে, যা সকলে দেখতে পাবেন। দিগন্ত (হরাইজ়ন) থেকে ৬০ ডিগ্রি কোণে আকাশে অবস্থান করবে সেই চাঁদ। গ্রহণ শুরু হলে চাঁদের রং হবে ফ্যাকাশে হলদে। পূর্ণগ্রাসের সময় রং হবে টকটকে লাল। তিনি আরও জানালেন, এর পরে ভারত থেকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে ২০২৮ সালের ৩১ ডিসেম্বর। সেই গ্রহণের জন্য অনেক দিন অপেক্ষা করতে হবে।