মুম্বাইয়ে ৪০০ কেজি আরডিএক্স মজুতের ভুয়ো হুমকি, পাটনার বাসিন্দা গ্রেফতার নয়ডায়

Story by  atv | Posted by  Aparna Das • 22 h ago
অভিযুক্ত অশ্বিনীকুমার সুরেশকুমার সুপ্রা গ্রেফতার নয়ডায়
অভিযুক্ত অশ্বিনীকুমার সুরেশকুমার সুপ্রা গ্রেফতার নয়ডায়
 
মুম্বাই

মুম্বাই পুলিশের হোয়াটসঅ্যাপ হেল্পলাইনে পাঠানো এক বিস্ফোরণ হুমকি বার্তাকে ঘিরে শুরু হয়েছিল তীব্র চাঞ্চল্য। অবশেষে নয়ডার সেক্টর-৭৯ থেকে গ্রেফতার করা হয়েছে পাটনার এক বাসিন্দাকে। অভিযোগ, ওই ব্যক্তি বার্তায় দাবি করেছিলেন যে শহরে ৪০০ কেজি আরডিএক্স ছড়িয়ে রয়েছে এবং এক কোটি মানুষের প্রাণহানি ঘটানো হবে।
 
অভিযুক্তের নাম অশ্বিনীকুমার সুরেশকুমার সুপ্রা, বয়স ৫০। তিনি পাটনার বাসিন্দা। পুলিশের সূত্রে জানা গেছে, অভিযুক্ত পেশায় জ্যোতিষী ও ব্যবসায়ী। বর্তমানে স্ত্রীর থেকে আলাদা হওয়ার প্রক্রিয়ায় রয়েছেন তিনি।
 
অভিযুক্তের মোবাইল ফোন বন্ধ করে রাখার পর স্থানীয় গোয়েন্দা তথ্য, নজরদারি এবং একটি মুদি দোকানের সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তাকে চিহ্নিত করা হয়। পরে নয়ডা পুলিশ তাকে মুম্বাই পুলিশের হাতে তুলে দেয়। একই মামলায় আরও এক জনকে গ্রেফতার করা হয়েছে, যিনি নিজের সিমকার্ড অশ্বিনীকুমারকে ব্যবহার করতে দিয়েছিলেন হুমকির বার্তা পাঠানোর জন্য। ওই ব্যক্তি সোরাখা গ্রাম থেকে ধরা পড়ে।
হুমকির বার্তায় দাবি করা হয়েছিল, ১৪ জন পাকিস্তানি জঙ্গি মুম্বাইয়ে ঢুকে পড়েছে এবং ৩৪টি গাড়িতে ৪০০ কেজি আরডিএক্স বসানো হয়েছে। ওই সময় শহরে গণেশ উৎসব উপলক্ষে অনন্ত চতুর্দশীর প্রস্তুতি চলছিল। এই পরিস্থিতিতে হুমকির বার্তা পৌঁছতেই মুম্বাই পুলিশের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
 
যৌথ পুলিশ কমিশনার সিপি রাজীব নারায়ণ মিশ্র তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নয়ডার পুলিশ কমিশনার লক্ষ্মী সিংকে যোগাযোগ করেন। এরপর স্পেশাল উইপনস অ্যান্ড ট্যাকটিকস (SWAT) টিম গঠন করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
 
মুম্বাই পুলিশ জানিয়েছে, হুমকি বার্তায় ‘লস্কর-ই-জিহাদি’ নামে এক সংগঠনের উল্লেখ করা হয়েছিল। তবে এর আগে ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ নম্বরে একাধিকবার ভুয়ো বোমা হুমকি এসেছে। পুলিশের বক্তব্য, আতঙ্কিত হওয়ার কিছু নেই। নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং সন্দেহজনক কোনো কার্যকলাপ নজরে এলে তা জানানোর জন্য নাগরিকদের অনুরোধ করা হয়েছে।
 
অ্যান্টি-টেররিজম স্কোয়াডকেও পুরো ঘটনায় অবহিত করা হয়েছে। প্রাথমিক তদন্তে এটি একটি ভুয়ো বার্তা বলেই মনে হচ্ছে, যদিও প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে উৎস খুঁজে বের করার চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, শহরে বিরাট ভিড় জমার সম্ভাবনা থাকায় সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে।
 
ঘটনার পর ওয়ারলি থানায় ভারতীয় দণ্ডবিধির (ভারতীয় ন্যায় সংহিতা) ৩৫১ ধারা (অপরাধমূলক ভয় দেখানো) এবং তার উপধারা ২, ৩ ও ৪-এর অধীনে মামলা দায়ের করা হয়েছে।
 
আইডল বিসর্জন উপলক্ষে মুম্বাইয়ে ইতিমধ্যেই ২১,০০০-র বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। সমুদ্রে, বিভিন্ন জলাশয়ে এবং কৃত্রিম পুকুরে গণেশ প্রতিমা বিসর্জন দেখতে লক্ষাধিক মানুষ রাস্তায় নামবেন বলে অনুমান করা হচ্ছে।