মুম্বই
মহানগরী মুম্বইয়ে ফের সন্ত্রাসের ছায়া। শুক্রবার এক ফোন কলে জানানো হয়েছে, শহরের বিভিন্ন প্রান্তে ৩৪টি গাড়ির ভেতর মানববোমা বসানো হয়েছে। ওই সমস্ত গাড়িতে মজুত রয়েছে প্রায় ৪০০ কেজি আরডিএক্স, যা বিস্ফোরিত হলে গোটা শহর কেঁপে উঠবে বলে হুমকি দেওয়া হয়েছে। কলটি আসে মুম্বই ট্রাফিক পুলিশের হেল্পলাইন নম্বরে।
মুম্বই পুলিশ জানিয়েছে, ‘লস্কর-ই-জিহাদি’ নামের একটি সংগঠন এই হুমকি দিয়েছে। উল্লেখযোগ্যভাবে, এই হুমকি এসেছে অনন্ত চতুর্দশীর আগের দিন, ফলে গোটা রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, হুমকিদাতারা দাবি করেছে ৩৪টি গাড়িতে মানববোমার মাধ্যমে এই বিস্ফোরণ ঘটানো হবে এবং এর ফলে এক কোটিরও বেশি মানুষের প্রাণহানি ঘটবে।
উল্লেখ্য, এর আগে মহারাষ্ট্রের থানেতে কালওয়া রেলস্টেশন উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেপ্তার হওয়া অভিযুক্তের নাম রূপেশ মাধুকর রানপিসে। তিনি রেল পুলিশ হেল্পলাইনে ফোন করে বোমা পুঁতে রাখার দাবি করেছিলেন। তবে তা ভুয়ো বলে প্রমাণিত হয়।
গত আগস্ট মাসেও দক্ষিণ মুম্বইয়ের গিরগাঁও অঞ্চলের ইস্কন মন্দিরে বোমা হুমকি ইমেল আসে। বোম ডিসপোজাল স্কোয়াড তল্লাশি চালালেও কিছুই পাওয়া যায়নি। সেটিও পরে ভুয়ো বলে ঘোষণা করা হয়।
এমনকি জুলাই মাসে ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরেও (টার্মিনাল ২) বোমা বিস্ফোরণের হুমকি ফোন আসে। সেদিনও গোটা বিমানবন্দর তন্ন তন্ন করে খুঁজে কোনও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
ক্রমাগত ভুয়ো হুমকি কল ও ইমেলের পরেও এবারের ঘটনাকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ। অনন্ত চতুর্দশীর আগে বড়সড় সন্ত্রাস ছক ভেসে আসায় মুম্বই জুড়ে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে।