প্রধানমন্ত্রী মোদীর দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধাঞ্জলি অর্পণ

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 7 d ago
প্রধানমন্ত্রী মোদীর দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধাঞ্জলি অর্পণ
প্রধানমন্ত্রী মোদীর দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধাঞ্জলি অর্পণ
আওয়াজ দ্য ভয়েস / নয়াদিল্লি

পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের ১০৯তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বলেন,“রাষ্ট্রবাদ ও দরিদ্রদের কল্যাণে তাঁর ভাবনা দেশকে সমৃদ্ধির পথে পরিচালিত করছে এবং একটি উন্নত ভারতের নির্মাণে সহায়তা করছে।”

প্রধানমন্ত্রী মোদী বলেন,“ভারতমাতার মহান সন্তান ও ‘একত্ম মানবতাবাদ’-এর প্রবক্তা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জিকে তাঁর জন্মজয়ন্তীতে কোটি কোটি প্রণাম। তাঁর রাষ্ট্রবাদী চিন্তা ও অন্ত্যোদয়ের নীতি একটি সমৃদ্ধ ভারতের নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

মথুরায় জন্মগ্রহণকারী পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর একজন স্বয়ংসেবক এবং ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন।

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) প্রধানমন্ত্রী মোদীর জন্মদিন উপলক্ষে ১৭ই সেপ্টেম্বর থেকে ‘সেবা পক্ষ’ পালন করছে এবং এই সময়ে উপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে।

এই কর্মসূচির মধ্যে রয়েছে স্বদেশী আন্দোলনের অংশ হিসেবে দেশীয় পণ্যের প্রচার ও প্রসারের উদ্যোগ।বিজেপির সভাপতি জে পি নাড্ডা জাতীয় রাজধানীতে একটি পরিচ্ছন্নতা অভিযান-এ অংশ নেন।