বিহার ঃ
বিহারে আসন সমঝোতা চূড়ান্ত করে ফেলল শাসকজোট এনডিএ। সমান সংখ্যক আসনে লড়াই করছে বিজেপি এবং নীতীশ কুমারের দল সংযুক্ত জনতা দল (জেডিইউ)। দুই দলই ১০১টি বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।
২৯টি আসনে লড়াই করবে প্রয়াত রামবিলাস পাসোয়ানের পুত্র চিরাগ পাসওয়ানের দল এলজেপি (আর)। জিতনরাম মাঁঝীর হিন্দুস্থানি আওয়াম মোর্চা (হাম) এবং উপেন্দ্র কুশওয়াহার রাষ্ট্রীয় লোক মোর্চা (আরএলএম) লড়াই করবে ছ’টি করে আসনে। রবিবার সন্ধ্যায় বিহারে ভোট পরিচালনার দায়িত্বে থাকা কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আসন সমঝোতা চূড়ান্ত হওয়ার কথা আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দেন। একই সঙ্গে বিহারে ফের এনডিএ সরকার ক্ষমতায় আসছে বলে দাবি করেন তিনি।
বিহারে নির্বাচনের এনডিএর দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এদিন তিনি জানান, দীর্ঘ বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১০১টি করে আসনে লড়বে বিজেপি ও জেডিইউ। ২৯টি আসনে লড়বে চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টি (রামবিলাস)। এছাড়া ছ’টি করে আসনে প্রার্থী দেবে রাষ্ট্রীয় লোক মোর্চা ও জিতনরাম মাঝির হিন্দুস্তান আওয়াম মোর্চা। কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, ইতিবাচক আবহেই সম্পন্ন হয়েছে আসন সমঝোতার বৈঠক। সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এনডিএ-র সর্বস্তরের নেতা ও কর্মীরা। বিহার প্রস্তুত। আবারও ক্ষমতায় ফিরছে এনডিএ জোট।