নয়া দিল্লি
দু’দিনের রাষ্ট্রীয়সফরে জাপানে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এই সময়েই ফের আলোচনায় উঠে এল নেতা জি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ ফেরানোর দাবি। সরব হলেন নেতাজির একমাত্র কন্যা অনিতা বসু পাফ।
এক সাক্ষাৎকারে ৮২ বছর বয়সি অনিতা স্পষ্ট জানালেন, তাঁর ইচ্ছা যত দ্রুত সম্ভব নেতাজির দেহাবশেষ ভারতে ফিরিয়ে আনা হোক। তাঁর বক্তব্য, “নরসিমা রাওয়ের আমলে এই বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছিল। আমি চাই বর্তমান সরকারও একই পথে হেঁটে বিষয়টির ইতি টানুক।”
অনিতার মতে, সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। তাই তাঁর ব্যক্তিগত আবেদন, মোদি সরকার যেন দেরি না করে পদক্ষেপ নেয়। তিনি আরও জানান, “যদি ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পেতাম, তবে সরাসরি তাঁকে অনুরোধ জানাতাম, জাপান থেকে বাবার দেহাবশেষ ফিরিয়ে আনার ব্যবস্থা করুন।”
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই এই দাবি বিভিন্ন মহল থেকে উঠছে। তবে নেতাজির কন্যার কণ্ঠে ফের সেই আর্জি নতুন করে গুরুত্ব পেল মোদির জাপান সফরের মধ্যেই।