জুবিনের শ্রাদ্ধতে মানুষকে খাইয়ে তাঁর ইচ্ছা পূরণ করল গুয়াহাটির এক স্বেচ্ছাসেবী সংগঠন

Story by  Daulat Rahman | Posted by  Sudip sharma chowdhury • 1 d ago
জুবিন গার্গের আদ্য শ্রাদ্ধে শ্রদ্ধা নিবেদন করছেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল
জুবিন গার্গের আদ্য শ্রাদ্ধে শ্রদ্ধা নিবেদন করছেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল
দৌলত রহমান / গুয়াহাটি

প্রয়াত কিংবদন্তি কণ্ঠশিল্পী জুবিন গার্গ সিঙ্গাপুরে তাঁর মৃত্যুর আগে  সাহিত্যিক রীতা চৌধুরীর সঙ্গে শেষ পডকাস্ট সাক্ষাৎকারে বলেছিলেন যে, "আমি যতটা না খাই, তার চেয়ে অনেক বেশি মানুষকে খাওয়াতে ভালোবাসি।" মৃত্যুর পরেও জুবিন যেন নিজের এই কথা রক্ষা করলেন—দরিদ্রদের মুখে আহার তুলে দিয়ে।

সোমবার অনুষ্ঠিত জুবিনের আধ্য শ্রাদ্ধ অনুষ্ঠান শেষে তাঁর গুয়াহাটির বাড়ি থেকে অতিরিক্ত খাবার সংগ্রহ করে মধ্যরাতে খাদ্য বিতরণ অভিযানে অংশ নেয় PISA। এই খাদ্য বিতরণ কার্যক্রম মঙ্গলবার ভোর ৩টা পর্যন্ত চলে।বিতরণকৃত খাদ্যের তালিকায় ছিল—পিঠা , দৈ, মিষ্টি, ভাত, ডাল, পনির, ক্ষীর আদি ।

জুবিনের বাসভবন থেকে অল্প সময়ের মধ্যে খাদ্য সংগ্রহ ও বিতরণের – কঠিন দায়িত্ব সামলে নিল PISA ।জনসেবামূলক সংগঠন People in Serving Assam (PISA)-এর পক্ষে কাহিলিপায়া অবস্থিত জুবিন গার্গের বাসভবন থেকে বিভিন্ন ধরণের খাদ্যদ্রব্য সংগ্রহ করে তা অল্প সময়ে দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা ছিল একটি কঠিন কাজ।
 

সীমা হুসেইন পথ শিশুদের সাথে
PISA-র প্রতিষ্ঠাতা, লেখিকা ও সাংবাদিক সীমা হুসেইন, আওয়াজ দ্য ভয়েসকে জানান,সোমবার রাত ১১টার সময় জুবিন গার্গের পরিবারের পক্ষ থেকে তাঁরা জানতে পারেন যে  শ্রাদ্ধ অনুষ্ঠানের পর প্রচুর পরিমাণে খাবার অবশিষ্ট রয়েছে।সোমবার রাতভর চলল খাদ্য বিতরণ অভিযান। খাবার বিতরণ করা হয় গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বর, গুয়াহাটি রেলওয়ে  স্টেশন, ভেটাপারার  স্লাম অঞ্চলগুলোতে।
 
PISA-র প্ৰতিষ্ঠাতা সীমা হুসেইন বলেন:“জুবিন গার্গ গরিব মানুষদের খাওয়াতে ভালোবাসতেন। যখন আমি মানুষজনকে তৃপ্তির সঙ্গে খাবার খেতে দেখছিলাম, তখন আমার চোখে জল এসে গিয়েছিল। অর্ধ্য শ্রাদ্ধ অনুষ্ঠানের জন্য তৈরি করা খাবার যাতে অপচয় না হয়, সেটা নিশ্চিত করে আমি একধরনের আত্মতৃপ্তি অনুভব করেছি।”
 
সীমা হুসেইন বলেন:“হঠাৎ করে লোকজন ও অন্যান্য লজিস্টিকস জোগাড় করা কঠিন ছিল। কিন্তু আমি  সঙ্গে সঙ্গেই সিদ্ধান্ত নিই যে, প্রয়াত আত্মার চিরশান্তির উদ্দেশ্যে প্রস্তুত করা একটি খাবারও যেন অপচয় না হয়। আমরা দুটি গাড়ি ও কয়েকজন স্বেচ্ছাসেবক জোগাড় করি এবং খাবার সংগ্রহ করে তা দরিদ্র ও ক্ষুধার্ত মানুষের মধ্যে বিতরণ করি।”
 

অসহায় ও দরিদ্র মানুষের জন্য খাদ্য নিয়ে চলেছে PISA-র ভ্যান
 
সীমা হুসেইন বলেন, প্রতিদিন রাতেই অনেক মানুষ না খেয়ে ঘুমায়।“বিবাহ অনুষ্ঠান বা অন্য যে কোনও আয়োজনে যদি অতিরিক্ত খাবার থাকে এবং আমাদের জানানো হয়, তাহলে PISA সঙ্গে সঙ্গেই সেই খাবার সংগ্রহ করে দরিদ্র ও ক্ষুধার্ত মানুষের মধ্যে বিতরণ করে।এইবারের খাবার এসেছিল আমাদের সকলের হৃদয়ের খুব কাছের মানুষ, জুবিন গার্গের অর্ধ্য শ্রাদ্ধ অনুষ্ঠান থেকে।তাঁর আত্মা চিরশান্তিতে বিশ্রাম নিক,” বলেন সীমা হুসেইন।