নবমীর সন্ধ্যায় কালীঘাট মন্দিরে আরতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Story by  atv | Posted by  Aparna Das • 11 h ago
নবমীর সন্ধ্যায় কালীঘাট মন্দিরে আরতিতে মুখ্যমন্ত্রী
নবমীর সন্ধ্যায় কালীঘাট মন্দিরে আরতিতে মুখ্যমন্ত্রী
 
কলকাতা

প্রতিবছরের মতো এ বারও নবমীর সন্ধ্যায় কালীঘাট মন্দিরে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যারতি চলাকালীন মন্দিরের গর্ভগৃহে উপস্থিত হয়ে কাঁসর বাজিয়ে আরতিতে যোগ দেন তিনি।
 
বুধবার সন্ধ্যায় কালীঘাটে পৌঁছে গাড়ি থেকে নামার পর সরাসরি মন্দিরে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী। পুরোহিতদের সঙ্গে কিছু সময় কাটিয়ে আরতিতে অংশ নেন। পুজো চলাকালীন পুরোহিতেরা যখন আরতি করছিলেন, তখন মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে কাঁসর বাজিয়ে সঙ্গ দেন মুখ্যমন্ত্রী। আরতির পর কিছুক্ষণ অবস্থান করে বাড়ি ফিরে যান তিনি।
 
উৎসবের মরশুমে মণ্ডপ উদ্বোধনের রেওয়াজও এ বছর বজায় রেখেছেন মুখ্যমন্ত্রী। নবান্নে বসে যেমন জেলার একাধিক পূজোর ভার্চুয়াল উদ্বোধন করেছেন, তেমনই শহরের বিভিন্ন বড়-ছোট মণ্ডপেও ঘুরে দেখেছেন তিনি। তবে পুজোর দিনগুলিতে সচরাচর মণ্ডপে না গিয়ে কালীঘাটের বাড়ি থেকেই রাজ্যের পরিস্থিতির দিকে নজর রাখেন মুখ্যমন্ত্রী। তবুও নবমীর সন্ধ্যারতির জন্য কালীঘাট মন্দিরে তাঁর উপস্থিতি প্রায় প্রতি বছরই অব্যাহত থাকে।
 
এ বারও তার ব্যতিক্রম হয়নি। নবমীর সন্ধ্যায় কালীঘাট মন্দিরে গিয়ে ভক্তিভরে আরতি সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।