চিসোটি বিপর্যয়: ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সবরকম সহায়তা দেবে কেন্দ্র – রাজনাথ সিং

Story by  atv | Posted by  Aparna Das • 1 d ago
চিসোটি বিপর্যয়ে ত্রাণ ও পুনর্বাসন নিয়ে  বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং
চিসোটি বিপর্যয়ে ত্রাণ ও পুনর্বাসন নিয়ে বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং
 
জম্মু

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রবিবার আশ্বাস দিয়েছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং চিসোটি (কিস্তোয়ার) মেঘভাঙা বিপর্যয়ের দিকে নজর রাখছেন এবং কেন্দ্র সরকার ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ ও পুনর্বাসন দেওয়ার ক্ষেত্রে কোনো ঘাটতি রাখবে না। তিনি বলেন, কেন্দ্র শুধু তাৎক্ষণিক সাহায্যই দেবে না, দীর্ঘমেয়াদে অবকাঠামোগত উন্নয়ন ও দুর্যোগ ব্যবস্থাপনায়ও প্রস্তুতি নিশ্চিত করবে।
 
একদিনের সফরে প্রতিরক্ষা মন্ত্রী জম্মু পৌঁছান। তাঁর কর্মসূচিতে কিশ্তোয়াড় যাওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তিনি সেখানে যেতে পারেননি। তবুও তিনি সরকারি মেডিকেল কলেজ (জিএমসি) জম্মুতে ভর্তি আহতদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের অবস্থা সম্পর্কে চিকিৎসকদের কাছ থেকে খোঁজ নেন।
 
ডা. অশুতোষ গুপ্ত (জি এম সি প্রিন্সিপাল)-এর নেতৃত্বে চিকিৎসকদের একটি দল সমস্ত রোগীর অবস্থা সম্পর্কে তথ্য দেন। রাজনাথ সিং প্রত্যেক আহতের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে তাঁদের চিকিৎসা ও স্বাস্থ্যের খোঁজখবর নেন।
 
তিনি সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রী এই ঘটনাটি নিয়ে খুবই চিন্তিত এবং তিনি নিয়মিত পরিস্থিতির ওপর নজর রাখছেন। আমি নিজে পরিস্থিতি পরিদর্শনে এসেছি। খারাপ আবহাওয়া ও সড়কে ভূমিধসের কারণে আমি চিসোটি যেতে পারিনি। তবে এখানে হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করেছি। সব আহত এখন স্থিতিশীল এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। চিকিৎসকরা অত্যন্ত নিষ্ঠা ও সংবেদনশীলতার সঙ্গে চিকিৎসা করেছেন।”
 
এরপর রাজনাথ সিং জম্মুর রাজভবনে পৌঁছান, যেখানে তিনি রাজ্যপাল মনোজ সিনহা, কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এবং সেনা ও পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন। এই সময় তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে চিসোটি অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গেও কথা বলেন।
 
বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী স্পষ্ট নির্দেশ দেন যে ত্রাণ কার্যক্রমে কোনো গাফিলতি চলবে না এবং প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবার যেন সরকারের সহযোগিতা অনুভব করতে পারে। তিনি বলেন, কেন্দ্র সরকার তাৎক্ষণিক সাহায্যের পাশাপাশি ভবিষ্যতের জন্য স্থায়ী উন্নয়ন ও দুর্যোগ মোকাবিলার প্রস্তুতিও নিশ্চিত করবে।
 
রাজনাথ সিং সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ তাঁর সফরের বিবরণও শেয়ার করেন। তিনি লেখেন: “খারাপ আবহাওয়ার কারণে আজ আমি কিশ্তোয়াড়ে মেঘভাঙা বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় যেতে পারিনি। জম্মু থেকে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে পরিস্থিতি পর্যালোচনা করেছি। রাজ্য প্রশাসন, সেনা, এনডিআরএফ, এসডিআরএফ এবং জম্মু-কাশ্মীর পুলিশ এই সংকটে প্রশংসনীয় কাজ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্র সরকার ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ ও পুনর্বাসনে কোনো ঘাটতি রাখবে না।”
 
আরেকটি পোস্টে তিনি লেখেন, “জি এম সি জম্মুতে গিয়ে চিসোটি দুর্যোগে আহতদের সঙ্গে দেখা করেছি। সকল আহত দ্রুত আরোগ্য লাভ করুন, এই প্রার্থনা করি। এই সময় জম্মু-কাশ্মীরের উপ-রাজ্যপাল শ্রী মনোজ সিনহা এবং কেন্দ্রীয় মন্ত্রী ড. জিতেন্দ্র সিং ও আমার সঙ্গে ছিলেন।” প্রতিরক্ষা মন্ত্রী সন্ধ্যায় আবার দিল্লি ফিরে আসেন।