অমিতাভকেও ছাড়িয়ে ‘বিলিয়নিয়ার ক্লাবে’ প্রবেশ করলেন শাহরুখ খান

Story by  atv | Posted by  Aparna Das • 11 h ago
শাহরুখ খান
শাহরুখ খান
 
মুম্বাই

বলিউডের ‘কিং খান’ শাহরুখ খান ফের প্রমাণ করলেন, কেন তিনি সত্যিই কিং। ভারতের সবচেয়ে ধনী অভিনেতাদের তালিকায় প্রথম স্থানে স্থান করে নিলেন শাহরুখ। এবার তিনি অমিতাভ বচ্চনকে পিছনে ফেলে সর্বাধিক সম্পত্তির অধিকারী হয়ে উঠেছেন।
 
সম্প্রতি প্রকাশিত ‘এম৩এম হুরান ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫’-এর তথ্য অনুযায়ী, শাহরুখের মোট সম্পত্তি ১২,৪৯০ কোটি টাকা। এই পরিমাণে তিনি শুধুমাত্র ভারতীয় নয়, আন্তর্জাতিক কিছু তারকাকেও ছাপিয়ে গিয়েছেন। তালিকায় রয়েছেন টেলর সুইফট (১.৩ বিলিয়ন ডলার), আর্নল্ড শোয়ারজেনেগার (১.২ বিলিয়ন ডলার), সেলেনা গোমেজ এবং জেরি সাইনফেল্ড।
 
শাহরুখ শুধুমাত্র অভিনয়েই নয়, ব্যবসা ও বিনিয়োগের মাধ্যমেও উল্লেখযোগ্য আয় করছেন। তার নিজের প্রযোজনা সংস্থা তৈরি করেছে একাধিক সুপারহিট ছবি, যেমন ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘রইস’, ‘পাঠান’ ইত্যাদি। পাশাপাশি, তিনি আইপিএল-এর ‘কলকাতা নাইট রাইডার্স’ দলের মালিক। বিজ্ঞাপন ও ব্র্যান্ড প্রচারের মাধ্যমে আর্থিক যোগানও আছেন তার।
 
ভারতের অভিনেতাদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন জুহি চাওলা, যার সম্পত্তি ৭,৭৯০ কোটি টাকা। তৃতীয় স্থানে অবস্থান করছেন হৃতিক রোশন (২,১৬০ কোটি টাকা), চতুর্থ স্থানে করণ জোহর এবং পঞ্চম স্থানে অমিতাভ বচ্চন।
 
শাহরুখের এই সাফল্য যেন একবার আরও প্রমাণ করল, বলিউডে কিং খান এখন শুধু অভিনয়ের রাজা নয়, আর্থিক ক্ষেত্রে ও তিনি শীর্ষে।