পুজোয় এবার কাঠমাণ্ডুতে রহস্য উদঘাটন ফেলুদার

Story by  atv | Posted by  Aparna Das • 4 d ago
' ফেলুদা' সিরিজের ‘যত কাণ্ড কাঠমাণ্ডুতে’- এর পোস্টার
' ফেলুদা' সিরিজের ‘যত কাণ্ড কাঠমাণ্ডুতে’- এর পোস্টার
 
শম্পি চক্রবর্তী পুরকায়স্থ 

বাঙালির দুর্গাপুজো মানে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বাংলা সিনেমা দেখার হিড়িক। সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্সের ভিড় প্রত্যেক বছর প্রযোজকদের মুখে হাসি ফোটায়। এই সময় দর্শকের পছন্দের পরিচালকের তালিকায় অবশ্যই উপরের দিকে উঠে আসে সৃজিত মুখোপাধ্যায়ের নাম। পুজোয় তাঁর ছবি না দেখলে যেন চলে না। কিন্তু এবার সে উপায় নেই। ‘কিলবিল সোসাইটি’র পর আপাতত পরিচালক মশাই ব্যস্ত ‘লহ গৌরাঙ্গের নাম রে’ সিনেমা নিয়ে।
 
আগেই জানিয়ে দিয়েছিলেন এবার পুজোয় তাঁর কোনও সিনেমা মুক্তি পাবে না। তাহলে হঠাৎ করে কী এমন হল যে সিদ্ধান্ত বদলালেন পরিচালক? টোটা রায়চৌধুরীকে নিয়ে ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’ বানানোর পর ওয়েব প্ল্যাটফর্মের জন্য ফেলুদাকে বিদায় জানিয়েছিলেন সৃজিত। তবে কি প্রমিস ভাঙছেন? তাতে অবশ্য বাংলার সিনে দর্শকরা খুশিই হবেন। কিন্তু আসল কথা হল, আড্ডা টাইমস (Adda Times) ওয়েব প্ল্যাটফর্মের জন্য দুটো ‘ফেলুদা’ সিরিজ তৈরি করেছিলেন তিনি। ‘ছিন্নমস্তার অভিশাপ’ আর ‘যত কাণ্ড কাঠমাণ্ডুতে’। প্রথমটি দেখানো হলেও দ্বিতীয়টি বাকি ছিল। এ বছরের পুজোয় সেটিই ওই ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে।
 
'যত কাণ্ড কাঠমান্ডুতে' সিরিজের একটি দৃশ্য
 
হ্যাঁ, অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে পুজোয় মুক্তি পেতে চলেছে সৃজিত মুখোপাধ্যায়ের ‘যত কাণ্ড কাঠমাণ্ডুতে’। ফেলুদার চরিত্রে দেখতে পাওয়া যাবে টোটা রায়চৌধুরীকে, জটায়ুর চরিত্রে অনির্বাণ চক্রবর্তী এবং তোপসের চরিত্রে থাকবেন কল্পন মিত্র। নানান জটিলতার কারণে ছয় বছর আগে তৈরি হয়েও এই সিরিজটি এতদিন মুক্তির আলো দেখেনি। অবশেষে সমস্ত জটিলতা কাটিয়ে এবার মুক্তি পেতে চলেছে এই সিরিজটি। এই সিরিজের হাত ধরে আবারও নেপালের বুকে কাঠমান্ডুতে রহস্য ভেদ করবেন ফেলুদা, হয়ে যাবে সব রহস্য ফাঁস।
 
২০২০ সালে আড্ডা টাইমস ডিজিটাল প্লাটফর্মে ‘ফেলুদা ফেরত’ সিরিজের হাত ধরে সৃজিতের ফেলুদার যাত্রা শুরু হয়েছিল। এরপর ফেলুদার গোয়েন্দাগিরি, ভূস্বর্গ রহস্য, ছিন্নমস্তার অভিশাপ মুক্তি পায় একে একে। কিন্তু নানান জটিলতার কারণে মুক্তি পায়নি শুধুমাত্র এই সিরিজটি।
 
'যত কাণ্ড কাঠমান্ডুতে' সিরিজের একটি দৃশ্য
 
তবে এবার সমস্ত জটিলতা কাটিয়ে দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে আড্ডা টাইমসে মুক্তি পেতে চলেছে ‘যত কাণ্ড কাঠমাণ্ডুতে’। শুক্রবার সিরিজ মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা করেন পরিচালক নিজেই।  সৃজিতকে বলতে শোনা যায়, ‘বহু রহস্যের জট তৈরি হল, বহু রহস্যের জট আবার খুলেও গেল। এবার পুজোয় রহস্য ভেদ হবে কাঠমাণ্ডুতে। আমার শেষ ফেলুদা সিরিজ আসছে আড্ডা টাইমসে।’
 
সত্যজিৎ রায়ের ফেলুদা চিরকালই আপামর বাঙালির পছন্দের একটি চরিত্র। সব্যসাচী চক্রবর্তী থেকে শুরু করি সৌমিত্র চট্টোপাধ্যায়, ফেলুদাকে বারবার পর্দায় ফুটিয়ে তুলেছেন একাধিক অভিনেতা। সেই তালিকায় রয়েছেন টোটাও। ফেলুদার এই নতুন রহস্য উন্মোচন গল্প কতটা মনে ধরে দর্শকদের সেটাই এখন দেখার।