টলিউডের নতুন সিনেমা 'বহুরূপ', 'সরলাক্ষ হোমস', 'বেলা', 'হাউ আর ইউ ফিরোজ',ও 'গৌরী' - এর পোস্টার
কলকাতা
টলিউডে মুক্তি পেল পাঁচটি সিনেমা। পুজো পুজো আবহের মাঝে আজ,শুক্রবার টলিউডে মুক্তি পেল একগুচ্ছ ভাল বাংলা সিনেমা। আজ, শুক্রবার টলিউডে মুক্তি পাওয়া পাঁচটি সিনেমাই বেশ ভিন্ন স্বাদের।
সেগুলি সিনেমাগুলি হল-সোহমের সাইক থ্রিলার 'বহুরূপ', পরিচালক সায়ন্তন ঘোষালের 'সরলাক্ষ হোমস' ঋতুপর্ণা সেনগুপ্তর নারীকেন্দ্রিক সিনেমা 'বেলা',প্যারালাল স্বন্ত্র সিনেমা 'হাউ আর ইউ ফিরোজ', সামাজিক বিষয় নিয়ে সিনেমা 'গৌরী'।
বিধায়ক-তারকা অভিনেতা সোহম চক্রবর্তীর 'বহুরূপ'বাকিদের টেক্কা দিচ্ছে। সোহমের বহুরূপ মুক্তির দিন বিভিন্ন সিনেমা হলে বেশ ভিড় দেখা যাচ্ছে। দেবের ধুমকেতু নিয়ে উন্মাদনায় কমার পর সোহমের সাইকোলজিক্যাল থ্রিলার 'বহুরূপ'প্রচারে ঝড় তুলেছে। সোহমের সাম্প্রতিক কোনও সিনেমা নিয়ে এতটা উন্মাদনা দেখা যায়নি।
বহুরূপের পাশাপাশি সায়ন্তন ঘোষালের 'সরলাক্ষ হোমস', ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ও অনিলাভ চট্টোপাধ্যায় পরিচালিত প্রথম সিনেমা 'বেলা'-ও আজ বেশ কয়েকটি সিনেমা হল ও মাল্টিপ্লেক্সে রিলিজ করল।
এখন একটার পর এক কাজ করা তরুণ পরিচালক সায়ন্তনের ডিটেকটিভ থ্রিলার 'সরলাক্ষ হোমস'-এ মুখ্য ভূমিকায় রয়েছেন গৌরব চক্রবর্তী, ঋষভ বসু, অর্ণ মুখোপাধ্যায়। এই সিনেমায় দুনিয়ার জনপ্রিয়তম ফিকশন-ডিটেকটিভ শার্লক হোমসকে বাঙালি দেখানো হয়েছে। হোমসের দুনিয়ার সবচেয়ে বিখ্যাত গল্প 'হাউন্ড অফ বাস্কারভিলস'-এর বাঙালিকরণ করেছেন সায়ন্তন।