আজ থেকে শুরু শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষমেলা, কড়া নিরাপত্তা ও পরিবেশবান্ধব আয়োজন

Story by  Sampee Chakroborty Purkayastha | Posted by  Sudip sharma chowdhury • 5 d ago
আজ থেকে শুরু শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষমেলা, কড়া নিরাপত্তা ও পরিবেশবান্ধব আয়োজন
আজ থেকে শুরু শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষমেলা, কড়া নিরাপত্তা ও পরিবেশবান্ধব আয়োজন
শম্পি চক্রবর্তী পুরকায়স্থ, বোলপুর:

আজ থেকে শুরু হল শান্তিনিকেতনের বহু প্রতীক্ষিত ঐতিহ্যবাহী পৌষমেলা। ছ’দিন ধরে চলা এই মেলাকে ঘিরে সকাল থেকেই উৎসবের আমেজ শান্তিনিকেতন জুড়ে। দেশ-বিদেশের পর্যটক থেকে শুরু করে স্থানীয় মানুষ—সকলের ঢল নামবে বলে আশাবাদী মেলা কমিটি ও প্রশাসন।

২৩ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত চলবে পৌষমেলা। সম্ভাব্য রেকর্ড ভিড়ের কথা মাথায় রেখেই এবছর মেলায় নিরাপত্তা ও ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মেলা প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বসানো হয়েছে তিনশোর বেশি অস্থায়ী সিসিটিভি ক্যামেরা। এর পাশাপাশি বোলপুর-শান্তিনিকেতন জুড়ে থাকা স্থায়ী ক্যামেরাগুলিও সক্রিয় রয়েছে। সব মিলিয়ে আড়াই হাজারের বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।
 
ভিড়ের মধ্যে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। শিশুদের গলায় ঝোলানো হবে বাবা-মায়ের ফোন নম্বর লেখা কার্ড। পাশাপাশি, মেলা কন্ট্রোল রুমে জেনারেল ডায়েরি করার ব্যবস্থাও থাকছে, যাতে কোনও সমস্যা হলে দ্রুত পদক্ষেপ করা যায়।

নিরাপত্তা ব্যবস্থায় থাকছে পাঁচটি ড্রোন, দশটি ওয়াচ টাওয়ার এবং ৩৬টি পুলিশ সহায়তা শিবির। মোতায়েন রয়েছে কুইক রেসপন্স টিম, উইনার্স টিম ও অ্যান্টি ক্রাইম টিম। মেলা প্রাঙ্গণ ও শহর জুড়ে মোটরসাইকেল এবং ভ্রাম্যমাণ গাড়িতে নিয়মিত টহল দেবে পুলিশ। জরুরি পরিস্থিতিতে দ্রুত দমকল ঢোকার জন্য আগেই করা হয়েছে টেস্ট রান।
 
এবছর পৌষমেলায় পরিবেশ রক্ষার দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। জাতীয় পরিবেশ আদালতে মেলা সংক্রান্ত মামলার শুনানিকে কেন্দ্র করে ইতিমধ্যেই দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্যরা মেলার মাঠে জরিপ শুরু করেছেন। ভিড়ের কারণে ধুলো যাতে না ওড়ে, সেই কারণে নিয়মিত স্প্রিংকলারের মাধ্যমে জল ছেটানোর পরিকল্পনা রয়েছে।
 
এদিকে, এবছর মেলায় মোট ১৬০০টি স্টল থাকার কথা। এর মধ্যে প্রায় ১৩০০টির বেশি স্টলের বুকিং ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। ওয়েবসাইট ফের খোলা হয়েছে এবং সোমবার দুপুর পর্যন্ত বুকিং চলবে। মেলা কমিটির আশা, মোট স্টলের সংখ্যা ১৪৫০ থেকে ১৫০০-এর কাছাকাছি পৌঁছবে।
 
মেলা শুরুর আগেই বিশ্বভারতী কর্তৃপক্ষ, শান্তিনিকেতন ট্রাস্ট, পুলিশ ও প্রশাসনের কর্তারা মেলার মাঠ পরিদর্শন করেন। মেলা কমিটির আহ্বায়ক অমিত হাজরা জানান, সমস্ত প্রস্তুতি পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হয়েছে এবং পরিবেশ আদালতের নির্দেশ মেনেই মেলা পরিচালিত হবে।
 
আজ থেকে শুরু হওয়া পৌষমেলাকে ঘিরে তাই শান্তিনিকেতনে উৎসবের আবহের সঙ্গে সঙ্গে নজরদারি ও শৃঙ্খলার চাদর—সব মিলিয়ে ঐতিহ্য ও আধুনিক ব্যবস্থাপনার মেলবন্ধনে শুরু হল এবছরের পৌষমেলা।