জেনেভা:
বিশ্বের অন্যতম প্রাচীন আন্তর্জাতিক শান্তি সংগঠন ইন্টারন্যাশনাল পিস ব্যুরো (IPB) আনন্দের সঙ্গে ঘোষণা করেছে যে, বিনালক্ষ্মী নেপ্রাম ২০২৫ থেকে ২০২৮ মেয়াদের জন্য সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।
১৯১০ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে IPB, এবং এর ১৪ জন পদাধিকারী পরবর্তীতে নোবেল শান্তি পুরস্কার অর্জন করেছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বার্তা ভন সুটনার (অস্ট্রিয়া), আলভা মিরডাল (সুইডেন), লিনাস পাউলিং (যুক্তরাষ্ট্র) এবং শন ম্যাকব্রাইড (আয়ারল্যান্ড)।
২০২৫ সালের অক্টোবর মাসে স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল পিস ব্যুরোর (IPB) সাম্প্রতিক ত্রিবার্ষিক অধিবেশনে সংস্থার পরিচালন কাঠামো আগামী তিন বছরের জন্য পুনর্গঠিত করা হয়। এই প্রক্রিয়ায় বিনালক্ষ্মী নেপ্রাম সহ-সভাপতির পদে নির্বাচিত হন, এবং তিনি ২০২৫ থেকে ২০২৮ সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন।
তাঁর এই নির্বাচিত হওয়া IPB-র সদস্যদের মধ্যে তাঁর নেতৃত্ব, দৃষ্টিভঙ্গি এবং নিরস্ত্রীকরণ, লিঙ্গ ন্যায়বিচার ও আদিবাসী নেতৃত্বাধীন শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে তাঁর নিবেদিত কাজের প্রতি বিস্তৃত সমর্থনের প্রতিফলন।
নেপ্রাম মণিপুরের প্রথম আদিবাসী নারী, যিনি এই বৈশ্বিক সংস্থার এমন একটি মর্যাদাপূর্ণ পদে অধিষ্ঠিত হয়েছেন।
উল্লেখ্য,বিনালক্ষ্মী নেপ্রাম উত্তর-পূর্ব ভারতের মণিপুরের একজন আদিবাসী গবেষক, লেখিকা ও সমাজকর্মী। তিনি মণিপুর উইমেন গান সারভাইভার্স নেটওয়ার্ক (MWGSN) এবং গ্লোবাল অ্যালায়েন্স অব ইন্ডিজেনাস পিপলস, জেন্ডার জাস্টিস অ্যান্ড পিস–এর প্রতিষ্ঠাতা-পরিচালক।
তাঁর কাজ এখন বিশ্বব্যাপী স্বীকৃত, যা সংঘাতপ্রবণ অঞ্চলের নারী পুনর্বাসন থেকে শুরু করে অস্ত্র বিস্তার, লিঙ্গ-ন্যায়বিচার, আদিবাসী অধিকার ও শান্তি প্রতিষ্ঠার গবেষণা ও নীতি-প্রচারের মতো নানা ক্ষেত্রে বিস্তৃত।
তিনি পূর্বে দুবার ইন্টারন্যাশনাল পিস ব্যুরো (IPB)–এর বোর্ড সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।