সোনাপুরের জুবিন ক্ষেত্রতে উপস্থিত হলেন বাংলাদেশের উপ-বৈদেশিক সচিব প্রীতি রহমান। শিলং-এর একটি বিশেষ কর্মসূচিতে অংশগ্রহণের আগে তিনি জুবিন ক্ষেত্রে এসে শিল্পীকে শ্রদ্ধাঞ্জলি জানান।
সংবাদ মাধ্যমের সামনে উপ-বৈদেশিক সচিব প্রীতি রহমান বলেন: "আজ আমি জুবিন ক্ষেত্রে এসে নিজেকে ধন্য মনে করছি। আজ এখানে উপস্থিত হয়ে মহান শিল্পীকে শ্রদ্ধাঞ্জলি জানালাম। আমরা সবাই জানি, বাংলাদেশের মধ্যেও জুবিন গার্গের যথেষ্ট অনুরাগী রয়েছে। তার অকাল মৃত্যুর খবর বাংলাদেশে লোকজনকে হতাশ এবং হতবাক করে দিয়েছিল।"
তিনি আরও বলেন, "বিশাল প্রতিভা সম্পন্ন মহান শিল্পীর কণ্ঠ ও কর্মই বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করেছিল। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তির জন্য প্রার্থনা করছি এবং তাঁর পরিবারকে সমবেদনা জানাচ্ছি। তিনি সবসময় বাংলাদেশের নাগরিকদের হৃদয়ে থাকবেন।"