২০২৫ সালের মহিলা ওয়ানডে বিশ্বকাপ: নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচ বূষ্টিতে ভেস্তে যাওয়ায়, সেমিফাইনালে যাওয়ার ব্যাপারটা এখন ভারতের হাতে

Story by  Shanti Roy Chowdhury | Posted by  Aparna Das • 6 d ago
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
 
শান্তি প্রিয় রায়চৌধুরী

শনিবার কলম্বোতে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের মধ্যে ম্যাচটা বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ার পর অস্ট্রেলিয়ার পর দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় দল হিসেবে ২০২৫ সালের মহিলা ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করে ফেলেছে। প্রোটিয়াদের পাঁচটি ম্যাচে এখন পর্যন্ত আট পয়েন্ট, পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ বাকি। কয়েক দিন আগেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া প্রথম দল হিসেবে শেষ চারে চলে গেছে।
 
বিশ্ব কাপের সেমি ফাইনালে যাওয়ার জন্য ভারতের ভাগ্য এখনও তাদের নিজেদের হাতে। লিগ পর্বের শেষ তিনটি ম্যাচ ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং বাংলাদেশের বিরুদ্ধে,এবং তিনটিতেই জিততে পারলে ভারতের মোট ১০ পয়েন্ট হবে, যা বিশ্ব কাপের যাওয়ার জন্য যথেষ্ট।
 
আবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত জিতলেই ইংল্যান্ডের সেমিফাইনালে যাওয়া  নিশ্চিত হবে, কারণ হোয়াইট ফার্নস পরাজয়ের ক্ষেত্রে মাত্র ছয় পয়েন্ট অর্জন করতে পারবে।
 
তবে তিনটি ম্যাচেই পরাজয় হলে নিশ্চিতভাবেই টুর্নামেন্ট থেকে বাদ পড়বে স্বাগতিক ভারত। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে জয় পেলেই ইংল্যান্ড-নিউজিল্যান্ডের ম্যাচের ফলাফলের উপর নির্ভর করবে দলটি।
 
ইংল্যান্ডের বর্তমানে সাত পয়েন্ট। এর ফলে তারা পরবর্তী পর্বে খেলার জন্য ভালো অবস্থানে রয়েছে। ভারত, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাকি ম্যাচগুলোতে একটি জয়ই পরবর্তী রাউন্ডে খেলার সুযোগ নিশ্চিত করতে যথেষ্ট।
 
টুর্নামেন্ট থেকে এখনও কোনও দল বাদ পড়েনি, যদিও পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের জন্য যোগ্যতা অর্জন করা কঠিন বলে মনে হচ্ছে।