রোহিত-কোহলির দিন কী শেষ, আজই জানা যেতে পারে অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণায়!

Story by  atv | Posted by  Aparna Das • 16 h ago
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
 
শান্তি প্রিয় রায়চৌধুরী:

টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে দীর্ঘ দিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। তাদের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার দিন কি শেষ? এনিয়ে চলছে বিস্তর আলোচনা। এই দুই তারকার সেই দিন কি আজ শেষ হতে চলেছে?
 
শনিবার (৪ অক্টোবর) তাদের নিয়ে অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াড ঘোষণা করার কথা আছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বি সি সি আই)এর।
 
টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও রোহিত ও কোহলি এখনো ওয়ানডে থেকে অবসর নেননি। অস্ট্রেলিয়া সফরে আগামী ১৯ অক্টোবর থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। ৫০ ওভারের ওই সিরিজ দিয়ে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন এই দুজন? এই প্রশ্নটা জোরালো ভাবে উঠে গেছে।
 
ভারতের জার্সিতে সবশেষ গত মার্চে এ দুই তারকা আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। এই দুই তারকা ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এই ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন।আর টেস্টকে বিদায় এরা জানিয়েছিলেন এর কয়েক মাস আগে।
 
রোহিতের অনুপস্থিতিতে টেস্টে শুভমান গিল নেতৃত্ব দিচ্ছেন আর টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিচ্ছেন সূর্যকুমার যাদব। অস্ট্রেলিয়া সফরের দলে রোহিত শর্মা ফিরলেও রোহিত ওয়ানডের নেতৃত্ব দেবেন কিনা এ নিয়ে বলা যাচ্ছে না। তবে এই ব্যাপারটা নিয়ে কয়েক মাস ধরেই বিসিসিআইয়ের বিভিন্ন মহলে শোনা যাচ্ছে রোহিত শর্মাকে হয়তো একদিনের দলে নাও রাখতে পারে বিসিসিআই। কারণটা তারা দেখাচ্ছে ভারতীয় দলে এখন অনেক প্রতিশ্রুতিবান ক্রিকেটার এসে গেছে। গত কয়েক মাসের এই গুঞ্জন থেকে বোঝা যাচ্ছে ভারতীয় দলে রোহিত শর্মার দিন বোধহয় শেষ। তবে এও শোনা যাচ্ছে অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণার আগে  নেতৃত্ব নিয়ে রোহিতের সঙ্গে সরাসরি কথা বলবেন নির্বাচকরা।
 
সুতরাং আজ নয় হোক কাল, তারপরেই হবে অস্ট্রেলিয়া সফরের জন্য একদিনের দল ঘোষণাl  সুতরাং আর কয়েক ঘণ্টার অপেক্ষাl তারপরেই  জানা যাবে রোহিত ও বিরাট কোহলির ভাগ্য।