আগামী ১৩ ডিসেম্বর কলকাতায় পা রাখার মধ্য দিয়ে ভারত সফর শুরু করবেন মেসি, নিজেই জানান

Story by  Shanti Roy Chowdhury | Posted by  Sudip sharma chowdhury • 1 d ago
মহাতারকা লিওনেল মেসি
মহাতারকা লিওনেল মেসি
শান্তিপ্রিয় রায়চৌধুরী:
 
দীর্ঘ ১৪ বছর পর ভারতে আসতে চলেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। আগামী ১৩ ডিসেম্বর  তিনি যে ভারতে আসছেন তা গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়ে দিয়েছেন। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেছেন, ‘ভারত আমার কাছে বিশেষ একটি দেশ,যেখানে যাওয়ার জন্য আমি উন্মুখ হয়ে আছি,সেই সঙ্গে নিজেকে সম্মানিত বোধ করছি ।১৪ বছর আগে ভারতের ভক্তদের কাছে যে ভালোবাসা আমি পেয়েছিলাম, তা এখনও মনে আছে। আমি এখন নতুন প্রজন্মের ভক্তদের সঙ্গে দেখা করার জন্যও উন্মুখ হয়ে আছি।’

এর আগে ২০১১ সালে ভেনেজুয়েলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে কলকাতায় এসেছিলেন এই ফুটবল জাদুকর। জানা গিয়েছে, ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভারতে থাকবেন মেসি। প্রথমেই তিনি কলকাতায় পা রাখবেন। সেখান থেকে মুম্বই এবং নয়াদিল্লিতে যাবেন।

তাঁর একগুচ্ছ কর্মসূচির মধ্যে  রয়েছে-দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে।কলকাতা, মুম্বাই, নয়া দিল্লি ও সম্ভবত আরও একটি শহরের আইকনিক স্টেডিয়ামগুলোতে কনসার্ট, যুব ফুটবল ক্লিনিক, প্যাডেল কাপে অংশগ্রহণ এবং দাতব্য উদ্যোগ উন্মোচন করবেন তিনি।
 
১৪ ডিসেম্বর মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি ৭-এ-সাইড ক্রিকেট ম্যাচে অংশ নেবেন মেসি। তার প্রতিপক্ষ হিসেবে মাঠে নামতে পারেন শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মার মতো ক্রিকেট মহারথীরা।
 
ভারত সফরের একটি বড় অংশ মেসি কাটবেন কলকাতায়। ইডেন গার্ডেন্সে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সংবর্ধনা জানাবেন। এছাড়া শিশুদের জন্য একটি ফুটবল কর্মশালা পরিচালনা এবং একটি ফুটবল ক্লিনিকও উদ্বোধন করার কথা রয়েছে তার। আর মেসির সম্মানে কলকাতায় ‘গোট কাপ’ নামে একটি ৭-এ-সাইড ফুটবল টুর্নামেন্টও আয়োজন করা হবে।

তবে একটি প্রীতি ম্যাচ খেলতে  নভেম্বরে ভারতের কেরালায় আসবে  বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচটির প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি। তবে সেই সফরে দলের সঙ্গে মেসি যাবেন বা খেলবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।