বিপর্যস্ত উত্তরবঙ্গের জন্য মুখ্যমন্ত্রীর হাতে ১০ লক্ষ টাকার অনুদান তুলে দেবেন মেসি স্বয়ং

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 1 Months ago
বিপর্যস্ত উত্তরবঙ্গের জন্য  মুখ্যমন্ত্রীর হাতে ১০ লক্ষ  টাকার অনুদান তুলে দেবেন মেসি স্বয়ং
বিপর্যস্ত উত্তরবঙ্গের জন্য মুখ্যমন্ত্রীর হাতে ১০ লক্ষ টাকার অনুদান তুলে দেবেন মেসি স্বয়ং
 
শান্তিপ্রিয় রায় চৌধুরী :

১৩ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে আসতে চলেছেন  আর্জেন্টাইন মহাতারকা বিশ্ব ফুটবলের মহানায়ক  লিওলেন মেসি। তাকে নিয়েই  এখন থেকেই উন্মাদনা দর্শকদের মধ্যে। সেদিন মেসিকে সংবর্ধনা দিতে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোনা যাচ্ছে, বিপর্যস্ত উত্তরবঙ্গের জন্য রাজ্য সরকারের ত্রাণ তহবিলে মুখ্যমন্ত্রীর হাতে ১০  লক্ষাধিক টাকার অনুদান তুলে দেবেন মেসি স্বয়ং।

জানা গেছে, মেসির ভারত সফরে যে টাকা উঠবে সেখান থেকেই এক স্পনসর মারফত সরাসরি মুখ্যমন্ত্রীর হাতে সেই অর্থ তুলে দেবেন তিনি। 

১৪ বছর পর যুবভারতীতে লিওনেল মেসি আসছেন  বিশ্বজয়ী হিসাবে, সর্বকালের অন্যতম সেরা হিসাবে। যেটা গতবার হয়নি। তবে এবার ম্যাচ খেলবেন না মেসি, যোগ দেবেন ‘গোট কনসার্টে’। যে কনসার্ট আয়োজন করা হচ্ছে আর্জেন্টাইন মহাতারকার সম্মানে। আর সেখানেই রাজ্য সরকারের ত্রাণ তহবিলে টাকা তুলে দেওয়ার কথা আছে এই কিংবদন্তির।