ভারতের স্টাইলিস্ট ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ৮ কোটি টাকার ঘড়ি পরে এশিয়া কাপে খেলতে নামছেন!

Story by  Shanti Roy Chowdhury | Posted by  Sudip sharma chowdhury • 3 d ago
ক্রিকেটার হার্দিক পান্ডিয়া
ক্রিকেটার হার্দিক পান্ডিয়া
শান্তিপ্রিয় রায়চৌধুরী:
 
ভারতের স্টাইলিস্ট ক্রিকেটার হার্দিক পান্ডিয়া আজ দুবাইয়ে এশিয়া কাপের প্রথম ম্যাচ খেলতে নামছেন আরব আমিরাতের বিরুদ্ধে। শুধু তার  অলরাউন্ড ভূমিকা দেখার জন্যই নয়, তার ব্যক্তিত্ব, ট্যাটু, ফ্যাশন সেন্স এবং সেই সঙ্গে আজ দেখবেন তার হাতের  বিশেষ ঘড়িটি। আর এই ঘড়িটার জন্যও তিনি খ্যাত। এবার এশিয়া কাপের প্রশিক্ষণ সেশনে হার্দিককে দেখা গেছে তার হাতের রিচার্ড মাইলি আর এম২৭-০৪ ঘড়িটি।

টেনিস লিজেন্ড রাফায়েল নাদালের সঙ্গে যৌথভাবে মাত্র ৫০টি ঘড়ি তৈরি হয়েছে। দামও আকাশছোঁয়া—প্রায় ৮ কোটি টাকা! এর ডিজাইন ও ফিচারগুলো একেবারেই ব্যতিক্রমী। 

এই ঘড়ি বিশেষত্বে একবার দেখুন। শুনলে অবাক হবেন।এই ঘড়িটি শুধু সময় দেখানোই কাজ নয়। বলা যায় এক ধরনের স্টেটমেন্ট। প্রতিটি মূহুর্তের হিসাব ঘড়িটি রাখে। হার্দিকের মতে, এই ধরনের ঘড়ি আমার খেলার সময় আত্মবিশ্বাস বাড়ায়।  ঘড়িটি হালকা ও টেকসই ডিজাইনের। ক্রিকেটের মতো একটিভ খেলার জন্য একেবারেই উপযুক্ত।

মহেন্দ্র সিং ধোনির যেমন গাড়ি, বাইক সঙগ্ৰহ করার সখ আছে তেমনি হার্দিকের আছে ঘড়ি কেনার সখ। 

হার্দিকের কতগুলি ঘড়ি আছে দেখুন-

**Rolex Oyster Perpetual Daytona Cosmograph – মূল্য প্রায় ১ কোটি রুপি। এতে আছে সেল্ফ-ওয়াইন্ডিং মেকানিক্যাল ক্রোনোগ্রাফ মুভমেন্ট।
**Rolex Day-Date 40 Diamond Pave – ৪০ মিমি ১৮ ক্যারেট হলুদ সোনার কেস ও লাল স্যাফায়ার বেজেল ঘড়িটিকে করেছে অনন্য। এতে রয়েছে ৮টি ব্যাগুয়েট-কাট হীরা ও ২টি স্যাফায়ার। দাম ২.৫ কোটি। 
**Rolex Daytona Rainbow (Rose Gold) – রঙিন স্যাফায়ার ও হীরা খচিত এই বিলাসবহুল ঘড়ির বাজারমূল্য ৪-৫ কোটি।
**Nautilus 18k White Gold – ২৫৫টি হীরা খচিত এই ঘড়ির মূল্য প্রায় ২.৭ কোটি।
**Nautilus  – মূল্য প্রায় ১.৬৫ কোটি। এতে রয়েছে নীল সানবার্স্ট ডায়াল ও সোনার ঘণ্টা মার্কার।
**Nautilus Platinum  – প্রায় ১.৫ কোটি দামের এই ঘড়িতে ১৮ ক্যারেট রোজ গোল্ড কেস ও ব্রাউন ডায়াল রয়েছে।
**Nautilus ‘Phoenix’ – সবচেয়ে বিলাসবহুল এই ঘড়ির দাম ৭-৮ কোটি। ডায়মন্ড স্টাডেড ডায়াল ও ‘Phoenix’ এনামেল এটিকে বিশেষ করেছে।
**Nautilus Perpetual Calendar –মূল্য ২ কোটি। সাদা সোনার কেস ও নীল সানবার্স্ট ডায়াল এটিকে করেছে আরও আকর্ষণীয়।