এশিয়া কাপের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহীকে হারাল ভারত

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 2 d ago
এশিয়া কাপের প্রথম ম্যাচে ইউএইকে হারাল ভারত
এশিয়া কাপের প্রথম ম্যাচে ইউএইকে হারাল ভারত
নয়া দিল্লি

২০২৫ সালের এশিয়া কাপে ভারত একটি শক্তিশালী সূচনা করেছে। কুলদীপ যাদব ও শিবম দুবের আক্রমণাত্মক বোলিংয়ের পর অভিষেক শর্মা ও শুভমান গিল ২৭ বলে ভারতকে জয় এনে দেন।

ভারত ম্যাচটি ৯ উইকেটে জিতেছিল। ব্যাটসম্যান ও বোলাররা দলের জন্য ভালো করেছে। অভিষেক শর্মা নেন ৩০ রান। ভারতের হয়ে ৪ উইকেট নেন কুলদীপ যাদব।

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। এর পর সংযুক্ত আরব আমিরশাহীর ব্যাটসম্যানরা ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতে না পেরে ফ্লপ হয়ে যান। সংযুক্ত আরব আমিরশাহি দল মাত্র ৫৭ রান করেন।