শান্তিপ্রিয় রায় চৌধুরী :
রাত পোহালেই হাই ভোল্টেজ ম্যাচ। মুখোমুখি ভারত–পাকিস্তান। তার মানেই রয়েছে টানটান উত্তেজনা। আইসিসির যে কোনও টুর্নামেন্টে দুই দল মুখোমুখি হলেই এই ম্যাচ নিয়ে থাকে তুমুল উত্তেজনা। সুতরাং এবারের এশিয়া কাপও ব্যতিক্রম নয়।
এই টুর্নামেন্টে এই দুটি দল ১৮ বার মুখোমুখি হয়েছে। সবচেয়ে মজার ব্যাপার হল এই দুটি দল এশিয়া কাপের ফাইনালে কিন্তু মুখোমুখি হয়নি। সুতরাং এবার কি হবে? এই প্রশ্নটা থাকছেই ক্রিকেট প্রেমীদের। তবে ফাইনালের আগে খেলা গুলিতে কি রেজাল্ট হয়েছে সেগুলো একবার দেখে নেওয়া যাক।
প্রথম এশিয়া কাপ হয়েছে ১৯৮৪ সালে। শুরু হওয়া থেকে এখন পর্যন্ত ১৬টি আসর হয়েছে। তার মধ্যে মধ্যে ১৫টিতে অংশ নিয়েছে ভারত ও পাকিস্তান। মুখোমুখি দুটি দলের লড়াই হয়েছে ১৮ বার। এর মধ্যে ভারত জিতেছে ১০ বার পাকিস্তান জিতেছে ৬ বার। আর দুবার কোনও ফলাফল হয়নি ।
সামগ্রিক পরিসংখ্যান কিন্তু কথা বলছে ভারতের পক্ষে। আইসিসি টুর্নামেন্টে পাকিস্তান ভারতের কাছে পাত্তাই পায়নি। আইসিসি টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের রেকর্ড ১৫-১। ওয়ানডে বিশ্বকাপে ৮-০, টি–২০ বিশ্বকাপে ৭-১ ব্যবধান। এশিয়া কাপেও ভারত দাপট অব্যাহত।
এই নিয়ে এশিয়া কাপে তিনবার দেখা হয়েছে দুই দলের। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে হয়েছে এশিয়া কাপ। এরমধ্যে ভারত জিতেছে দু’বার আর পাকিস্তান জিতেছে একবার।
আর ওয়ানডে ফরম্যাটে দুটি দলের মুখোমুখি লড়াই হয়েছে ১৫ বার। ভারত জিতেছে ৮ বার আর পাকিস্তান জিতেছে ৫ বার। দুই ম্যাচে কোনও ফলাফল হয়নি।
সাম্প্রতিক পরিসংখ্যান :
সাম্প্রতিক পরিসংখ্যানে ও ভারত এগিয়ে। গত পাঁচ বছরে দুটি দল পাঁচটি টি–২০ আন্তর্জাতিকে অংশ নিয়েছে। এর মধ্যে ভারত জিতেছে তিনবার, পাকিস্তান দু’বার।
আগামীকাল দুবাইয়ে আবার দুটি দল গ্রুপ পর্বে মুখোমুখি হবে। প্রশ্ন পাকিস্তান কি পারবে ভারতকে হারিয়ে পরিসংখ্যানে নিজেদের জয়টা একটু বাড়িয়ে নিতে। না ভারত পাকিস্তানকে হারিয়ে পরিসংখ্যান আরো সমৃদ্ধ করবে। আর কয়েক ঘন্টা বাদে সেটাই আমরা দেখতে পাবো দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। তবে এবারের এশিয়া কাপে বড় প্রশ্ন থাকছে ফাইনালে দুটি দল কি মুখোমুখি হবে, না দুটি দলের কাছেই ফাইনাল খেলাটা অধরা থেকে যাবে। ছবিটা এবার বদলায় কিনা সেটাই এখন দেখার।