বাবা–সন্তানের যুগল সাফল্য: আন্তর্জাতিক ক্যারাটেতে ত্রিপুরার গর্ব

Story by  atv | Posted by  Aparna Das • 3 d ago
মুস্তাক আহমেদ ও ছেলে নির্মাণ আনসারী  এবং  মেয়ে নুরতাজ আনসারী
মুস্তাক আহমেদ ও ছেলে নির্মাণ আনসারী এবং মেয়ে নুরতাজ আনসারী
 
নূরুল হক / আগরতলা

কলকাতার হাওড়াতে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে একসঙ্গে বাজিমাত করলেন ত্রিপুরার আগরতলার মুস্তাক আহমেদ সহ তারা দুই নাবালক ছেলেমেয়ে। আন্তর্জাতিক ক্রীড়া প্রাঙ্গনে বাবা মুস্তাক আহমেদ পেলেন স্বর্ণপদক। অন্যদিকে ছোটদের বিভাগে তার মেয়ে নুরতাজ আনসারী এবং ছেলে নির্মাণ আনসারী পৃথক পৃথকভাবে রূপ্য পদক এবং ট্রফি জয় করেছে। 
 
সম্প্রতি পশ্চিমবঙ্গের হাওড়া ডুমুর জলা ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে প্রথম ইন্টারন্যাশনাল ক্যারাটে ওপেন চ্যাম্পিয়নশিপ। এই আন্তর্জাতিক স্তরের ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ভারত এর পাশাপাশি নেপাল ভুটান বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রতিযোগিরা অংশগ্রহণ করেছিল। বড় এবং ছোটদের পৃথক পৃথক বিভাগে ক্যারাটে এবং কাতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
 
মুস্তাক আহমেদ 
 
ত্রিপুরার টিম নিয়ে সেই আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছিলেন ত্রিপুরার অন্যতম ক্যারাটে চ্যাম্পিয়ন তথা ত্রিপুরা পুলিশের কর্মচারী ক্যারাটে সিনিয়র ব্ল্যাক বেল্ট মুস্তাক আহমেদ। আগরতলার নোয়াগাঁও নিবাসী মুস্তাক আহমেদ ক্যারাটের আন্তর্জাতিক স্তরের খেলোয়ার এবং চ্যাম্পিয়ন। একইভাবে তিনি নিয়মিত ক্যারাটে প্রশিক্ষণ দেন রাজ্যের ছেলেমেয়েদের।
 
রাজ্যের প্রতিযোগিদের মধ্যেই মুস্তাক আহমদের ১০ বছরের ছেলে নির্মাণ আনসারী এবং ৮ বছরের মেয়ে নুরতাজ আনসারী। এই ক্যারাটে চ্যাম্পিয়নশিপে সিনিয়র বিভাগে খেলেছিলেন মুস্তাক আহমেদ। তিনি বিভিন্ন দেশের পাঁচ জন প্রতিযোগীর সঙ্গে লড়াই করে স্বর্ণপদক জয় করেছেন।
 
মুস্তাক আহমদের ১০ বছরের ছেলে নির্মাণ আনসারী
 
একইভাবে জুনিয়র ছেলেদের ৩৫ কেজি বিভাগে তার ছেলে নির্মাণ আহমেদ ১০ জন প্রতিযোগীর সঙ্গে প্রতিযোগিতা করে সিলভার পদক পায়। জুনিয়র বালিকা ৩০ কেজি বিভাগে তার মেয়ে নুরতাজ আনসারী পৃথক পৃথকভাবে টিম নিয়ে এবং এককভাবে প্রতিযোগিতা করে। নুরতাজ দুটি বিভাগেই টিম নিয়ে লড়াই করে সিলভার ট্রফি জয় করে এবং এককভাবে লড়াই করে ৬ জন প্রতিযোগীকে হারিয়ে সিলভার পদক জয় করে।
 
মুস্তাক আহমেদের ছেলে এবং মেয়ে আগামী দিনে খেলে ইন্ডিয়াতে অংশ নিতে চলেছে। এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় মুস্তাক আহমেদের সঙ্গে যাওয়া আরো একাধিক প্রতিযোগী বিভিন্ন বিভাগের পদক অর্জন করেছে।
 
মুস্তাক আহমদের ৮ বছরের মেয়ে নুরতাজ আনসারী
 
তবে একসঙ্গে বাবা এবং ছেলে মেয়ে তিনজনের পদক পাওয়ার বিষয়টি সবার নজর কেড়ে নিয়েছেন।  এই সাফল্যে ত্রিপুরার ক্যারাটে ক্রীড়া জগতে বিশেষ সাফল্য হিসেবে বিবেচিত হয়েছে এবং প্রশংসা চলছে।