বিষ্ণুপুরে ৭৫ বছরের দুর্গোৎসব: পাথরের প্যান্ডেলে সম্প্রীতির বার্তা

Story by  Sudip sharma chowdhury | Posted by  Sudip sharma chowdhury • 6 d ago
মা দুর্গা
মা দুর্গা
সুদীপ শর্মা চৌধুরী,গুয়াহাটি :

এ বছর ৭৫ বছরে পদার্পণ করল বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী দুর্গাপূজো। জাঁকজমক ও অভিনবত্বের দিক থেকে এ বছরের থিম হয়ে উঠেছে সবার নজরকাড়া। দুবাইয়ের বিশ্ববিখ্যাত “অ্যাটলান্টিস দ্য রয়্যাল” কাঠামোর আদলে তৈরি হচ্ছে পূজোমণ্ডপ, যা নির্মিত হচ্ছে আসল পাথর দিয়ে। বিষ্ণুপুরে দুর্গাপূজোর মণ্ডপ গড়ে উঠেছে বিভিন্ন সম্প্রদায়ের মিলিত প্রচেষ্টায় ।

পূজো কমিটির পক্ষ থেকে দেবাশীষ দাস জানিয়েছেন,প্যান্ডেল নির্মাণের দায়িত্ব নিয়েছেন মহরউদ্দিন। তাঁর নেতৃত্বে প্রায় ১৫ জন কারিগর দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করতে সবাই প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন।

মহরউদ্দিন বলেন, “এই পূজো শুধু হিন্দু সমাজের নয়, এটি আমাদের সবার উৎসব। বহু দশক ধরে বিষ্ণুপুরে দুর্গাপূজোর মণ্ডপ গড়ে উঠেছে বিভিন্ন জাতি সম্প্রদায়ের যৌথ প্রচেষ্টায়। এখানে কখনো প্রশ্ন ওঠেনি কে কোন ধর্ম বা জাতের মানুষ। একসঙ্গে কাজ করাই আমাদের আনন্দ।”

৭৫ বছরের পূজো তাই শুধু ধর্মীয় আচার নয়, সাম্প্রদায়িক সম্প্রীতিরও প্রতীক। যখন দেশজুড়ে বিভেদের বাতাবরণ ছড়ানোর চেষ্টা চলছে, তখন বিষ্ণুপুরের দুর্গোৎসব সকলকে নতুন করে বার্তা দিচ্ছে—উৎসব মিলনের, বিভেদের নয়।