গুয়াহাটি :
অসমীয়া জনতার হৃদয়ের অবিচ্ছেদ্য জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য ১৭ অক্টোবর গুয়াহাটিতে উপস্থিত হবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গুয়াহাটিতে পৌঁছে তিনি সোনাপুরে অবস্থিত সমাধিক্ষেত্রে জুবিন গার্গকে শ্রদ্ধা নিবেদন করবেন এবং পরবর্তীতে শিল্পীর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করবেন। এই তথ্য অসম প্রদেশ কংগ্রেস কমিটি একটি প্রেস বিবৃতির মাধ্যমে জানিয়েছে।
১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে রহস্যজনকভাবে জুবিন গার্গের মৃত্যু ঘটে। তিনি জলে সাঁতার কাটার সময় মারা যান। তবে কেন এবং কীভাবে এই মৃত্যু হয় তা আজও অনেকে বুঝতে পারেনি। অসমের প্রায় সব মানুষের ন্যায়বিচার পাওয়ার আকাঙ্ক্ষা জুবিন গার্গের মৃত্যুর বিষয়ে ন্যায়ের দাবী জানিয়ে আসছে। ঘটনার তদন্তের জন্য ইতিমধ্যেই SIT পাঁচজনকে গ্রেপ্তার করেছে। তদন্ত এখনও চলমান এবং পুলিশ পুরোপুরি তদন্তের আশ্বাস দিয়েছে।
গ্রেপ্তারকৃত পাঁচজনকে গতকাল বিচার বিভাগীয় হেফাজতে বাক্সার নিকটবর্তী কারাগারে পাঠানো হয়। কিন্তু এরপর একটি ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়। পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষে ৬০ জনের বেশি আহত হন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে পুলিশ লাঠিচার্জ এবং গুলি চালাতে বাধ্য হয়। একই সময় উত্তেজিত জনতা পুলিশের যানবাহন জ্বালিয়ে দেয়।
এই পরিস্থিতির মধ্যেই রাহুল গান্ধী অসম সফর করবেন। যা নিয়ে বিভিন্ন পক্ষ থেকে বিতর্ক সৃষ্টি হয়েছে। কিছু মানুষ আশঙ্কা প্রকাশ করেছে যে, রাজনৈতিক নেতার এই সফর পরিস্থিতিকে অন্য দিকে নিতে পারে। উল্লেখযোগ্য যে সাধারণ মানুষ জুবিন গার্গের ন্যায়বিচারের দাবিতে সামাজিক মাধ্যমে #Justiceforzubeengarg হ্যাশট্যাগ নিয়ে আন্দোলন চালাচ্ছে।