নয়াদিল্লি
	
	
	শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছট পুজোর আধ্যাত্মিক ও সাংস্কৃতিক তাৎপর্যের ওপর গুরুত্ব আরোপ করে সমগ্র দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
	 
	এক্স (X)-এ এক পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন, “আজ এই শুভ মুহূর্তে আপনাদের সকলের সঙ্গে 'ষ্ঠী মাইয়া' (ছট মাতা)-র উদ্দেশ্যে নিবেদিত কয়েকটি গান শেয়ার করছি, যা সকলকে মুগ্ধ করবে। বিহারসহ সমগ্র দেশের সকল ভক্তকে জানাই আন্তরিক শুভেচ্ছা। উপবাস পালনকারী সকলের প্রতি জানাই শ্রদ্ধা ও প্রণাম।”
	প্রধানমন্ত্রী শুক্রবার বেগুসরাই সফরের সময় বিখ্যাত লোকগায়িকা শারদা সিনহার সঙ্গে ওই অঞ্চলের গভীর সংযোগের কথা উল্লেখ করেন। তিনি আরও বলেন, শারদা সিনহা এবং অন্যান্য বিহারী লোকশিল্পীরা তাঁদের সংগীতের মাধ্যমে ছট উৎসবকে সমৃদ্ধ করেছেন।
	 
	মোদী লেখেন, “গতকাল বেগুসরাই সফরের সুযোগ পেয়েছিলাম। বিহারের নাইটিংগেল শারদা সিনহা জির সঙ্গে এই স্থানের গভীর সম্পর্ক রয়েছে। শারদা সিনহা জি ও বহু বিহারী লোকশিল্পী তাঁদের সুরের মাধ্যমে ছট উৎসবে এক অনন্য মাত্রা যুক্ত করেছেন।”
	 
	উৎসবের মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ছট মহাপর্ব হল বিশ্বাস, উপাসনা ও প্রকৃতিপ্রেমের এক অনন্য সংমিশ্রণ, যেখানে অস্ত ও উদিত সূর্যকে প্রসাদ নিবেদন করা হয় এবং সেই প্রসাদে প্রকৃতির নানা রঙ সন্নিবিষ্ট থাকে। ছট বর্তমানে এক বৃহৎ সাংস্কৃতিক উৎসব হিসেবে বিশ্বজুড়ে পালিত হচ্ছে এবং বিশ্বের নানা প্রান্তে বসবাসরত ভারতীয় পরিবারগুলি এর ঐতিহ্যে আন্তরিকভাবে অংশগ্রহণ করছে।
	 
	তিনি আরও বলেন, “আজ ছট বিশ্বজুড়ে এক মহান সাংস্কৃতিক উৎসব হিসেবে উদযাপিত হচ্ছে। বিশ্বের নানা প্রান্তে বসবাসরত ভারতীয় পরিবারগুলি পূর্ণ হৃদয়ে এর ঐতিহ্যে অংশ নিচ্ছেন। ছট মা যেন সকলকে অশেষ আশীর্বাদ দান করেন।”
	 
	প্রধানমন্ত্রী মোদী এই উৎসবকে সরলতা ও সংযমের প্রতীক হিসেবে অভিহিত করে বলেন, এর বিশুদ্ধতা ও আচারের প্রতি আনুগত্য অতুলনীয়। ছট ঘাটের দৃশ্য পরিবার ও সমাজে সম্প্রীতির অনুপ্রেরণা জোগায়। প্রাচীন ছটের ঐতিহ্য সমাজে গভীর প্রভাব ফেলেছে।
	 
	আজ থেকে শুরু হয়েছে ‘নহাই-খাই’ অনুষ্ঠানের মাধ্যমে চারদিনব্যাপী ছট মহাপর্ব। চলতি বছরে ২৫ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত সূর্যদেবের পুজোর উদ্দেশ্যে পালিত হবে এই উৎসব। এই চার দিনের আচারগুলির মধ্যে রয়েছে কার্তিক শুক্ল পক্ষের চতুর্থীতে নহাই-খাই, পঞ্চমীতে খারনা, ষষ্ঠীতে ছট পুজো এবং সপ্তমীতে উষা অর্ঘ্য প্রদান।