টংলা,কোকরাঝার:
কোকরাঝার জেলার সাংস্কৃতিক,বানিজ্যিক, শৈক্ষিক শহর গোসাইগাঁও গতকাল উত্তর-পূর্ব ভারত বাংলা সাহিত্যসভার উদ্যোগে গোসাইগাঁওস্থিত শাস্ত্রী বিদ্যাপীঠ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে দিনজোড়া কার্যসূচিতে উদযাপন করলো বিজয়া সম্মিলনী।
কার্যসূচি অনুযায়ী সকাল ৯ টায় ছিল সংগঠনের পতাকা উত্তোলন, পতাকা উত্তোলন করে নব গঠিত গোসাইগাঁও জেলা কমিটির সভাপতি দীপক দে এবং সংক্ষিপ্ত নিজের বক্তব্য তুলে ধরে। সকাল ৯-৩০ য়ে ২১ জন সদস্যবৃন্দ নিয়ে নব গঠিত গোসাইগাঁও জেলা কমিটির শপথ বাক্য পাঠ করেন সভাপতি: দীপক দে,কার্যকরি সভাপতি: পঙ্কজ ঘোষ, সাধারণ সম্পাদক: রাজু পাল,
কোষাধ্যক্ষ: পঙ্কজ সাহা, সম্পাদক: মিঠুন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক: মামনি ঘোষ, সাংস্কৃতিক সম্পাদক: চন্দন সরকার,
প্রচার সম্পাদক: মিহির সাহা,অরিন্দম সাহা,কার্যকরি সদস্য:পুলক হংস্য,মিঠুন দেবনাথ,উত্তম সুত্রধর,অঞ্জন দাস,মন্টু সাহা,শান্তনু দাস,বিষ্ণু দত্ত,মানিক সাহা,বিকাশ সাহা,সুমিত দে,কমল সরকার,উপদেষ্টা মণ্ডলী:শঙ্কর দেবনাথ,দীলিপ সরকার।
সকলকে শপথ বাক্য পাঠ করেন উত্তর-পূর্ব ভারত বাংলা সাহিত্যসভার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা সঙ্গে সকলকে বাঙালির সম্মান উত্তরীয় দিয়ে সম্বর্ধনা জানান।
সকাল ১০টায় উপস্থিত সকলে অসমের হৃদয় স্পন্দন হার্টথ্রব গায়ক জুবিন গার্গের প্ৰতিচ্ছবিতে মাল্যর্পণ, প্রদীপ প্ৰজ্বলন ও শ্ৰদ্ধাঞ্জলি অৰ্পণ সঙ্গে বাংলার জনক বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্ৰতিচ্ছবিতে মাল্যর্পণ, প্রদীপ প্ৰজ্বলন ও শ্ৰদ্ধাঞ্জলি অৰ্পণ করেন।
সকাল ১০-৩০ য়ে সভাপতি বরন ও সভাপতির আসন গ্রহণ। সভার সভাপতিত্ব করে শাস্ত্রী বিদ্যাপীঠ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উত্তর-পূর্ব ভারত বাংলা সাহিত্যসভার গোসাইগাঁও জেলা কমিটির উপদেষ্টা শঙ্কর দেবনাথ।এরপর সমবেত সঙ্গীত পরিবেশন করেন গোসাইগাঁও জেলা কমিটির সাধারণ সম্পাদক রাজু পাল ও তার গ্রুপ।সকাল ১১-৩০য়ে সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন গোসাইগাঁও জেলা কমিটির সাধারণ সম্পাদক রাজু পাল।বিস্তারিত উদ্দেশ্য ব্যাখ্যা করেন সভাপতি শঙ্কর দেবনাথ।
এরপর অতিথি পরিচয় পর্ব। মঞ্চে বিশিষ্ট অতিথি ছিলেন জীবন কৃষ্ণ পাল, সাধন চক্রবর্তী,দিলীপ সরকার, বৈদ্য নাথ সাহা,নির্মল কুমার পাল,তরুণ আচার্য, বিশ্ব ভূষন সরকার।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে রাজু পাল,উত্তম সুত্রধর, পঙ্কজ সাহা,মৌসুমী কলিতা প্রমুখ। সভার শেষে সভাপতির ভাষণ ও গোসাইগাঁও জেলা কমিটির সাধারণ সম্পাদক রাজু পাল ধন্যবাদ জ্ঞাপন করে রাষ্ট্ৰীয় সঙ্গীত দিয়ে সভা ভঙ্গ বলে ঘোষনা করেন।