জাতীয় শিক্ষক পুরস্কারে সম্মানিত অসমের শিক্ষক দেবজিৎ ঘোষ

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 2 d ago
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
গুয়াহাটি 

দেবজিৎ ঘোষ প্রতিভাবান শিক্ষকদের জন্য জাতীয় পুরস্কারে সম্মানিত হয়ে ডিব্রুগড় জেলা এবং রাজ্যের জন্য গর্ব বয়ে এনেছেন। তিনি জেলার নাহারকাটিয়ারের জয়পুরের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত নামচং টি এস্টেট আদর্শ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। এর আগে, ২০২৩ সালে শিক্ষক দিবসে তিনি মেধাবী শিক্ষকদের জন্য রাজ্য পুরস্কারও পেয়েছিলেন। 

উল্লেখ্য, সম্প্রতি তিনি যে শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করেছেন, সেটি দিহিং পাটকাই জাতীয় উদ্যানের শেষে নামচাং উদ্যানে অবস্থিত। প্রায় সাড়ে চার কিলোমিটারের বিপজ্জনক পথ দিয়ে প্রতিদিন হেঁটে শিক্ষক মহান ও পবিত্র নিষ্ঠার সঙ্গে শিক্ষাদানের দায়িত্ব পালন করে চলেছেন। 

দেবজিৎ ঘোষ, যিনি ১১ বছর ধরে শিক্ষক ছিলেন, এর আগে ডিব্রুগড় বাংলা হাইস্কুলে কাজ করতেন। ছাত্র সম্প্রদায় এবং তাঁর শুভাকাঙ্ক্ষীরা ডিব্রুগড় থানা চারিয়ালির কাছে টি কে দাস পথের বাসিন্দা শিক্ষককে জাতীয় পুরস্কারে সম্মানিত হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন।