কাশ্মীরের যুব প্রজন্মকে নিয়ে গুয়াহাটির শিক্ষকের কবিতা স্থান পেল ‘পেঙ্গুইন বুক অফ পোয়েমস’-এ

Story by  Daulat Rahman | Posted by  Sudip sharma chowdhury • 17 h ago
কবি ও শিক্ষক সাবা আলি  আহমেদ
কবি ও শিক্ষক সাবা আলি আহমেদ
 
দৌলত রহমান,  গুয়াহাটি :

যখন ভারতে পাকিস্তানের পৃষ্ঠপোষকতায় চলমান সন্ত্রাসবাদ বিশ্বজুড়ে নজর কেড়েছে, তখন শেখ মহম্মদ সাবাহ আল আহমেদ নামের গুয়াহাটির এক  প্রখ্যাত বিদ্যালয়ের শিক্ষক এই বিষয়টিকে  নানান  বর্ণের মাধ্যমে অন্তর্দ্বন্দ্ব  প্রকাশ করার চেষ্টা করেছেন।

কাশ্মীরি যুবক-যুবতীদের হারিয়ে যাওয়া জীবনের কথা  তাঁর কবিতা “In the Valley of Red” (ইন দ্য ভ্যালি অফ রেড) পেঙ্গুইন বুক অফ পোয়েমস অন দ্য ইন্ডিয়ান সিটি (Penguin Book of Poems on the Indian City)-তে স্থান পেতে সক্ষম হয়েছে।

‘পেঙ্গুইন বুক অফ পোয়েমস অন দ্য ইন্ডিয়ান সিটি’ শীর্ষক কবিতা সংকলন পাঠকদের ভারতের ৩৭টি শহরের এক দর্শনীয় কাব্যিক যাত্রার স্বাদ প্রদান করেন। এই সংকলনে প্রায় ৩০০টি কবিতা অন্তর্ভুক্ত আছে। এর মধ্যে কিছু কবিতা ইংরেজি ভাষায় রচিত, আর বাকিগুলো দেশের ২৫টি আঞ্চলিক ভাষা থেকে অনূদিত।

‘আওয়াজ দ্য ভয়েস’-এর সঙ্গে এক সাক্ষাৎকারে সাবাহ আহমেদ জানান যে, তাঁর কবিতা “In the Valley of Red”-এ নিরীহ কাশ্মীরি যুবক-যুবতীদের দুর্দশার  দলিল, যাদের ‘ব্রেনওয়াশ’ করে সীমান্তের ওপারে  নির্দেশে সন্ত্রাসবাদীতে  পরিণত করা হয়।
 

 
 
কবি সাবা আলির বই 

তিনি বলেন,এই যুবকেরা পরে আবার নিজেদের ঘর কাশ্মীরে ফিরে এসে নিজেদেরই মানুষকে হত্যা করে, এবং শেষ পর্যন্ত তারা নিজে‌ও নিরাপত্তা বাহিনীর হাতে বিভিন্ন এনকাউন্টারে নিহত হয়।
 
“কবিতার মাধ্যমে আমি এই কাশ্মীরি যুবক-যুবতীদের বাবা-মাতার আবেগ ধরে রাখার চেষ্টা করেছি,যারা আশায় থাকেন, একদিন তাঁদের সন্তান ঘরে ফিরে আসবে। কিন্তু শেষ পর্যন্ত সেই বাবা-মাকেই সন্তানের মৃতদেহ গ্রহণ করতে হয়। আমার কবিতায় আমি দেখানোর চেষ্টা করেছি, পাকিস্তান কীভাবে এক স্বর্গ রাজ্য কাশ্মীরকে ধ্বংস করে তুলেছে।” — বলেন সাবাহ আহমেদ।

‘Penguin Book of Poems on the Indian City’-তে কবিতা প্রকাশের আগে সাবাহ আহমেদের কবিতা প্রকাশিত হয়েছিল WITNESS: The Red River Book of Poetry of Dissent (২০২১)-এ।

এরপর, ২০২২ সালের ২৮শে ফেব্রুয়ারি লন্ডনভিত্তিক সাহিত্যপত্রিকা Joao-Roque Literary Journal-এ তাঁর কবিতা প্রকাশিত হয়।এই সাহিত্যপত্রিকাটি ব্রিটিশ-এশীয় লেখিকা ও সম্পাদক সেলমা কার্ভালো-এর সম্পাদনায় প্রকাশিত হয়।
সাবাহ আহমেদের “Guwahati Diaries” (গুয়াহাটি ডায়েরিজ) শীর্ষক আরও একটি কবিতাও Penguin Book of Poems on the Indian City-তে অন্তর্ভুক্ত হয়েছে। এই কবিতাটিতে কোভিড-১৯ মহামারির সময় গুয়াহাটির পরিস্থিতির উপর আলোকপাত করা হয়েছিল।
 

 
পেঙ্গুইন জুবান (নারী) এর বিখ্যাত লেখকদের সাথে সাবা আহমেদ প্রীতি গিল
 
‘Penguin Book of Poems on the Indian City’ সংকলনটির সম্পাদনা করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিলাল ময়িন।এই সংকলন ২০২৫ সালের ৩০ মে মুক্তি পায়।

গুয়াহাটির পানবাজারে অবস্থিত ডন বস্কো স্কুলে সমাজবিজ্ঞানের শিক্ষক ৫০ বছর বয়সী সাবাহ আহমেদ।তিনি তাঁর বন্ধুসুলভ স্বভাবের জন্য ছাত্রছাত্রী,অভিভাবক ও সহকর্মীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়।

“১৯৮৮ বা ১৯৮৯ সালে যখন আমি ৮ম বা ৯ম শ্রেণিতে পড়তাম,তখন আমি কিছু কবিতা লিখতাম। আমার অনুভূতিগুলো কাগজে লেখার সময় আমি নিজেকে ১৪ বছর বয়সী এক ছেলের মতো অনুভব করতাম। তখন থেকেই শুরু হয় এই দীর্ঘ যাত্রা। আমি উত্তর-পূর্ব ভারতের অন্যতম প্রতিশ্রুতিশীল কবি হিসেবে ২০১৯ সালে ‘রেউয়েল আন্তর্জাতিক পুরস্কার’ লাভ করেছিলাম। আমার কবিতা ইতালীয় ভাষায় অনূদিত হয়েছিল,যা করেছে ইতালির নেপলসে বসবাসরত কবি জর্জিও মিও। আমার কবিতাগুলো মণিপুরী ভাষাতেও অনুবাদ হয়েছে, অনুবাদক ছিলেন প্রবীণ মণিপুরী সমালোচক লাইশ্রম মেমো সিং।”  সাবাহ আহমেদ।

উল্লেখযোগ্য যে, প্রকৃতির স্বর্গ কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে সাবাহ আহমেদ অত্যন্ত উদ্বিগ্ন।“অনেক দশক পর কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক ছিল। কিন্তু পাহলগাম আক্রমণ সব কিছু শেষ করে দিয়েছে। তবুও আমি এখনও বিশ্বাস করি কাশ্মীরে ভালো দিন আসবে। আমার কবিতা যদি কাশ্মীরি যুবক-যুবতীদের স্পর্শ করতে পারে এবং তারা সীমান্তের ওপার থেকে দেখানো ভুল পথ ত্যাগ করেন, তাহলে সেটাই হবে আমার জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত।”  আহমেদ  প্রতিক্রিয়া জানান।