হুগলিতে ‘বিশ্ব ইজতেমা’কে ঘিরে কড়া প্রস্তুতি, শান্তি ও সুষ্ঠু আয়োজনের বার্তা পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীর

Story by  atv | Posted by  Aparna Das • 7 h ago
পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
 
কলকাতা

আগামী বছরের শুরুতেই হুগলিতে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ ‘বিশ্ব ইজতেমা’। লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি ও আন্তর্জাতিক অংশগ্রহণের কথা মাথায় রেখে এই সমাবেশকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতিতে কোনওরকম শৈথিল্য না রাখার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
 
সোমবার নবান্নে ইমামদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। বৈঠকে রাজ্যের একাধিক মন্ত্রী ও ইমাম সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেখানেই ‘বিশ্ব ইজতেমা’র সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা এবং অংশগ্রহণকারীদের সুবিধা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
 
ইমামদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২ জানুয়ারি থেকে ৫ জানুয়ারি পর্যন্ত হুগলির পোলবার দাদপুর এলাকায় এই চারদিনের ধর্মীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় ১৮ থেকে ২০ লক্ষ ধর্মপ্রাণ মানুষ এই ইজতেমায় অংশ নেবেন বলে অনুমান। ইতিমধ্যেই প্রস্তুতির কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে।
 
এই বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী হুগলি জেলা প্রশাসনকে স্পষ্ট নির্দেশ দেন, যাতে সমাবেশ চলাকালীন আবাসন, খাদ্য, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা ও যাতায়াত ব্যবস্থায় কোনও ঘাটতি না থাকে। পাশাপাশি, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে সার্বক্ষণিক নজরদারির নির্দেশও দেওয়া হয়েছে।
 
মুখ্যমন্ত্রী আরও জানান, পশ্চিমবঙ্গ দীর্ঘদিন ধরেই ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থানের দৃষ্টান্ত স্থাপন করে এসেছে। সব ধর্মের মানুষের সম্মিলিত অংশগ্রহণে শান্তিপূর্ণ উৎসব ও সমাবেশই রাজ্যের পরিচয়। সেই ঐতিহ্য বজায় রেখেই হুগলির ‘বিশ্ব ইজতেমা’ শান্তি ও শৃঙ্খলার নজির হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা রাজ্য সরকারের।