কলকাতা ঃ
কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের সঙ্গে দ্রুত শান্তি চুক্তি স্থাপন এবং পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে ফের আন্দোলনের পথে হাঁটার বার্তা দিল কোচ-রাজবংশী যৌথ সংগঠন। মঙ্গলবার সকালে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের বেতগাড়া রেলস্টেশনের কাছে রেল অবরোধ কর্মসূচির ডাক দেয় সংগঠনের নেতৃত্ব।
সোমবার রাত থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলা জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও দার্জিলিং সংলগ্ন অঞ্চল থেকে বিপুল সংখ্যক সমর্থক বেতগাড়া সংলগ্ন রেললাইনের পাশে জমায়েত হতে শুরু করেন। ফলে মঙ্গলবার সকাল থেকে নিউ জলপাইগুড়ি-আলিপুরদুয়ার ও শিলিগুড়ি-বামনহাট রুটে ট্রেন চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়।
এই পরিস্থিতির মধ্যেই আন্দোলনকারীদের সঙ্গে কেন্দ্রের তরফে যোগাযোগ স্থাপন করা হয়। সংগঠনের দাবি, কেএলও প্রধান জীবন সিংহের সঙ্গে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি এ কে মিশ্রের যোগাযোগ হয়েছে। সেই বৈঠকেই কেন্দ্রের পক্ষ থেকে আগামী সাতদিনের মধ্যে কেএলও-র সঙ্গে শান্তি চুক্তির প্রক্রিয়া চূড়ান্ত করার আশ্বাস দেওয়া হয়েছে। এই প্রতিশ্রুতি পাওয়ার পরেই মঙ্গলবার সকালে রেল অবরোধ কর্মসূচি প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় কোচ রাজবংশী যৌথ সংগঠন। সংগঠনের নেতাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের কোচ রাজবংশী জনগোষ্ঠীর সামাজিক-রাজনৈতিক অধিকার, উন্নয়ন ও পরিচয়ের প্রশ্নে আন্দোলন চলছে।
শান্তি চুক্তি বাস্তবায়িত হলে এলাকায় স্থায়ী শান্তি ও উন্নয়নের পথ প্রশস্ত হবে বলেই তাদের আশা। তবে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিশ্রুতি রক্ষা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার ইঙ্গিতও দিয়েছে সংগঠন।