উত্তর ও দক্ষিণ বঙ্গে হাড়কাঁপানো শীত, কুয়াশা ও ঠান্ডায় জারি সতর্কতা

Story by  atv | Posted by  Aparna Das • 10 h ago
উত্তর ও দক্ষিণ বঙ্গে হাড়কাঁপানো শীত, কুয়াশা ও ঠান্ডায় জারি সতর্কতা
উত্তর ও দক্ষিণ বঙ্গে হাড়কাঁপানো শীত, কুয়াশা ও ঠান্ডায় জারি সতর্কতা
 
শম্পি চক্রবর্তী পুরকায়স্থ 

উত্তর বঙ্গের সঙ্গে তাপমাত্রায় যেন সরাসরি প্রতিযোগিতায় নেমেছে দক্ষিণ বঙ্গও। দুই বঙ্গেই হু হু করে নামছে পারদ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৯ তারিখ পর্যন্ত তাপমাত্রা আরও নিম্নমুখী থাকার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে প্রায় ৯ ডিগ্রি সেলসিয়াস।
 
অন্যদিকে, উত্তর বঙ্গে শীতের দাপট আরও তীব্র। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ৮ ডিগ্রি সেলসিয়াসে। কালিম্পং, দার্জিলিং-সহ একাধিক পর্যটন কেন্দ্র এই মুহূর্তে হাড়হিম করা ঠান্ডার কবলে। ঘন কুয়াশা ও বরফের চাদরে ঢেকে গেছে পাহাড়ি অঞ্চলের বহু এলাকা, যার ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
 
দুই বঙ্গেই কুয়াশার প্রভাব স্পষ্ট। ভোর ও সকালের দিকে বহু জায়গায় দৃশ্যমানতা ২০০ মিটারেরও কমে নামতে পারে। এই পরিস্থিতিতে যান চলাচলে বাড়ছে ঝুঁকি। তাই গাড়িচালকদের বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। কুয়াশার মধ্যে গতি নিয়ন্ত্রণে রাখা, হেডলাইট ও ফগ লাইট ব্যবহার এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
 
পাশাপাশি, পাহাড়ি এলাকায় পর্যটনের ক্ষেত্রে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। পর্যটকদের অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে এবং পাহাড়ি রাস্তায় চলাচলকারী গাড়িচালকদের স্পিড কমিয়ে সাবধানে গাড়ি চালানোর নির্দেশ দিয়েছে প্রশাসন। ঠান্ডা ও কুয়াশার এই পরিস্থিতিতে সাধারণ মানুষকেও শীতজনিত অসুস্থতা থেকে বাঁচতে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।