বিহার ঃ
বিহারের জামুই জেলায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। একটি সিমেন্টবোঝাই মালগাড়ির অন্তত ১৯টি বগি লাইনচ্যুত হয়েছে। এর মধ্যে ১০টি বগি সেতু থেকে নিচে নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পর ওই রুটে রেল চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। তবে স্বস্তির বিষয়, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রেলওয়ে সূত্র জানায়, মঙ্গলবার গভীর রাতে জামুই জেলার সিমুলতলা সংলগ্ন তেলওয়া হল্টের কাছে বারুয়া নদীর ওপর নির্মিত একটি সেতুতে এ দুর্ঘটনা ঘটে। জসিডিহ–ঝাঝা রেলপথে চলাচলরত সিমেন্টবোঝাই মালগাড়িটি রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ বিকট শব্দে একের পর এক বগি লাইনচ্যুত হয়ে পড়ে। ঘটনাস্থলটি আসানসোল রেল ডিভিশনের আওতাধীন ব্রিজ নম্বর ৬৭৬ ও খুঁটি নম্বর ৩৪৪/১৮-এর কাছে।
দুর্ঘটনায় সেতুর ওপর থাকা একাধিক বগি উল্টে যায় এবং অন্তত ১০টি বগি সরাসরি নদীতে পড়ে যায়। বগিগুলোতে থাকা বিপুল পরিমাণ সিমেন্ট সেতু ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এতে রেললাইন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
এই দুর্ঘটনার ফলে কিউল–জসিডিহ শাখায় আপ ও ডাউন উভয় দিকের রেল চলাচল বন্ধ হয়ে যায়। যাত্রী ও মালবাহী একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ, আরপিএফ ও রেলের প্রকৌশল বিভাগের কর্মকর্তারা।
রেল প্রশাসন জানিয়েছে, ঝাঝা ও জসিডিহ থেকে বিশেষ ট্রেন এবং ভারী উদ্ধারযন্ত্র পাঠানো হয়েছে। লাইনচ্যুত বগিগুলো সরিয়ে রেলপথ স্বাভাবিক করার কাজ চলছে। দুর্ঘটনায় প্রাণহানি না ঘটলেও রেল অবকাঠামোর বড় ধরনের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।