নয়াদিল্লি
কংগ্রেসের ১৪০তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ইন্দিরা ভবনে আয়োজিত পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সংসদীয় দলনেত্রী সোনিয়া গান্ধী, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী-সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় ১৮৮৫ সালের ২৮ ডিসেম্বর বোম্বে (বর্তমান মুম্বাই)-তে, দাস তেজপাল সংস্কৃত কলেজে ৭২ জন প্রতিনিধির উপস্থিতিতে।
কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক ছিলেন এ.ও. হিউম এবং ব্যোমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়কে দলের প্রথম সভাপতি করা হয়।
রবিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দেশের সকল নাগরিককে শুভেচ্ছা জানান।
এই উপলক্ষে মল্লিকার্জুন খাড়গে বলেন, ভারতীয় জাতীয় কংগ্রেস সবসময়ই ভারতের জনগণের কল্যাণ, ক্ষমতায়ন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য কাজ করে এসেছে।
তিনি আরও বলেন, “ভারতের সংবিধান দ্বারা নিশ্চিত রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অধিকারে সমান সুযোগে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। ভারতীয় জাতীয় কংগ্রেসের ১৪০ বছরের গৌরবময় ইতিহাস সত্য, অহিংসা, ত্যাগ, সংগ্রাম ও দেশপ্রেমের মহান কাহিনি তুলে ধরে। কংগ্রেস প্রতিষ্ঠা দিবসে প্রত্যেক ভারতবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা। জয় হিন্দ, জয় কংগ্রেস।”এই বার্তার সঙ্গে একটি ভিডিও পোস্ট করে কংগ্রেস সভাপতি এক্স (X)-এ তা শেয়ার করেন।
কংগ্রেস নেতা সচিন পাইলটও শুভেচ্ছা জানিয়ে বলেন, “আজ আমাদের দলের প্রতিষ্ঠা দিবস। আমার মনে হয়, আমাদের দলটি বিশ্বের সবচেয়ে সংগঠিত এবং প্রাচীন রাজনৈতিক দলগুলির অন্যতম। এই প্রতিষ্ঠা দিবসে আমরা আমাদের সংকল্প নতুন করে দৃঢ় করব এবং ভাবব কীভাবে কংগ্রেসের মূল্যবোধ, নীতি ও আদর্শ সারা দেশে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া যায়।”
কংগ্রেস তাদের এক্স (X) হ্যান্ডেলেও দলের সদস্যদের শুভেচ্ছা জানায়। দলটির পক্ষ থেকে বলা হয়, “ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে সকল কংগ্রেস সদস্যকে আন্তরিক শুভেচ্ছা।”
— Mallikarjun Kharge (@kharge) December 28, 2025
এছাড়াও দলটি বিজেপি-নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পরোক্ষভাবে কটাক্ষ করে।
এক্স-এ কংগ্রেস লেখে, “কংগ্রেস পার্টি ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছে এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করেছে। অন্যদিকে, আজ যারা ক্ষমতায় রয়েছে তারা যখন দেশে ঘৃণা, অবিচার ও নিপীড়নকে উৎসাহিত করছে, তখনও আমরা সম্পূর্ণ শক্তি নিয়ে তার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি।”