আগরতলা
ত্রিপুরার মুখ্যমন্ত্রী মাণিক সাহা বলেছেন, তাঁর সরকার বন্যা কবলিত হিমাচল প্রদেশে ত্রাণ কাজে সহায়তা করার জন্য ৫ কোটি টাকা দেবেন।
সাহা বলেন, তিনি হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর সঙ্গে কথা বলেছেন এবং রাজ্যের মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন।
২০শে জুন বর্ষা শুরু হওয়ার পর থেকে হিমাচল প্রদেশের কিছু অংশে মোট ১৩৩টি বড় ধরনের ভূমিধ্বস, ৯৫টি আকস্মিক বন্যা এবং ৪৫টি মেঘভাঙার মতো প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা হয়েছে।
"সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় হিমাচল প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। এই প্রসঙ্গে, আমি হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি এবং এই সঙ্কটের সময়ে আমাদের সংহতি জানিয়েছি।
তিনি বলেন, "ত্রিপুরার মানুষের পক্ষ থেকে আমরা হিমাচল প্রদেশের আমাদের ভাই-বোনদের সঙ্গে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি। ত্রিপুরা সরকার হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ কোটি টাকার আর্থিক সাহায্য প্রদান করছে।