বাঁশীবাদক দীপক শর্মার প্রয়াণে সংগীত জগতে শোকের ছায়া

Story by  atv | Posted by  Aparna Das • 9 h ago
বাঁশীবাদক দীপক শর্মার প্রয়াণে সংগীত জগতে শোকের ছায়া
বাঁশীবাদক দীপক শর্মার প্রয়াণে সংগীত জগতে শোকের ছায়া
 
গুয়াহাটি

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঁশীবাদক দীপক শর্মা আর নেই। ৫৭ বছর বয়সে তিনি পরলোকগমন করেন। দীর্ঘদিন ধরে তিনি যকৃতজনিত জটিল রোগে ভুগছিলেন এবং গত কয়েক মাসে তাঁর শারীরিক অবস্থা ক্রমশ অবনতি ঘটে।
 
গুয়াহাটির অম্বিকাগিরি নগরের বাসিন্দা দীপক শর্মা ১৯৬৮ সালের ২৩ আগস্ট নলবাড়ী জেলার পানীগাঁওয়ে জন্মগ্রহণ করেন। সঙ্গীতজীবনের শুরু থেকেই তিনি অসম তথা সমগ্র উত্তর-পূর্ব ভারতে বাঁশি বাজানোর ক্ষেত্রে এক বিশেষ স্থান অধিকার করেন।
 
তাঁর বাজনার মাধুর্য, সুরের নৈপুণ্য এবং আবেগঘন পরিবেশনা তাঁকে এনে দেয় দেশ-বিদেশের অগণিত শ্রোতার ভালোবাসা। তিনি শুধু শাস্ত্রীয় সঙ্গীতেই নয়, আধুনিক সংগীতের সঙ্গেও বাঁশির সুরকে মিশিয়ে এক নতুন ধারা সৃষ্টি করেছিলেন। বহু টেলিভিশন অনুষ্ঠান, অ্যালবাম এবং মঞ্চ-অনুষ্ঠানে তাঁর বাজনা শ্রোতাদের মুগ্ধ করেছে। 
 
বিগত কয়েক বছরে অসুস্থতার কারণে তিনি জনসমক্ষে খুব বেশি আসতে পারেননি, তবে তাঁর সুরের প্রভাব আজও মানুষের মনে অমলিন। অসম সরকার তাঁর চিকিৎসার জন্য আর্থিক সহায়তাও প্রদান করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তাঁকে আর বাঁচানো যায়নি। দীপক শর্মার মৃত্যুতে সমগ্র সংগীতজগৎ ও সাংস্কৃতিক মহলে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
 
সহশিল্পী, অনুরাগী ও শুভানুধ্যায়ীরা সামাজিক মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে তাঁর শিল্পসাধনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তাঁর অকাল প্রয়াণে অসম তথা ভারতের সংগীতক্ষেত্রে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো। দীপক শর্মার বাঁশির সুর আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে, এমনটাই বলছেন সংগীতবিশ্বের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।