৪৮ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী ধৃত: সীমান্ত পেরিয়ে পালানোর চেষ্টা

Story by  atv | Posted by  Aparna Das • 13 h ago
৪৮ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী ধৃত: সীমান্ত পেরিয়ে পালানোর চেষ্টা
৪৮ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী ধৃত: সীমান্ত পেরিয়ে পালানোর চেষ্টা
 
কলকাতা, (পিটিআই)

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট সীমান্ত এলাকায় প্রতিবেশী দেশ বাংলাদেশে অবৈধভাবে ফিরে যাওয়ার চেষ্টা করার সময় ৪৮ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে বলে রবিবার এক শীর্ষ পুলিশ আধিকারিক জানিয়েছেন।  
 
বিএসএফ সূত্রে খবর, পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision – SIR) ঘোষণার পরই এরা দেশ ছাড়ার উদ্যোগ নেয়। রবিবার বিএসএফ ৩৩ জন বাংলাদেশিকে আটক করে স্বরূপনগর থানার হাতে তুলে দেয়, আর শনিবার রাতে আরও ১৫ জনকে ধরা হয় বলে ওই আধিকারিক জানান।  
 
গ্রেফতার হওয়া ব্যক্তিরা মূলত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ও অন্য রাজ্যে গৃহপরিচারিকা ও শ্রমিক হিসেবে কাজ করত। SIR ঘোষণার পর তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং "আটক বা বিতাড়নের ভয়ে" তারা দেশে ফেরার চেষ্টা করছিল বলে এক বিএসএফ আধিকারিক জানিয়েছেন।  
 
এই সংশোধন প্রক্রিয়ার সময় বুথ লেভেল অফিসাররা (BLO) ঘরে ঘরে গিয়ে ভোটারদের তথ্য যাচাই করেন।গত তিন দিনে একই সীমান্ত এলাকায় মোট ৮৯ জন বাংলাদেশিকে অবৈধভাবে ভারতে অবস্থানের অভিযোগে বিএসএফ আটক করে এবং পুলিশে হস্তান্তর করেছে।