চূরাচাঁদপুর:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার মণিপুর সফর করেন, ২০২৩ সালের মে মাসে রাজ্যে জাতিগত সহিংসতা ছড়িয়ে পড়ার পর তাঁর প্রথম সফর। তিনি সকল গোষ্ঠীকে শান্তির পথ অনুসরণের আহ্বান জানান।
সহিংসতায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি চূরাচাঁদপুর থেকে ৭,৩০০ কোটিরও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করার পর এক জনসভায় ভাষণ দিতে গিয়ে মোদি বলেন, তিনি মণিপুরকে "শান্তি ও সমৃদ্ধির প্রতীক" হিসেবে গড়ে তুলতে চান। তিনি আরো বলেন,আমি সন্তুষ্ট যে সম্প্রতি পাহাড় ও উপত্যকা অঞ্চলে বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে চুক্তির উদ্দেশ্যে আলোচনা শুরু হয়েছে। এটি ভারতের কেন্দ্রীয় সরকারের শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টারই একটি অংশ, যেখানে সংলাপ, পারস্পরিক সম্মান এবং বোঝাপড়াকে অগ্রাধিকার দিয়ে কাজ করা হচ্ছে।
- আমি সমস্ত সংগঠনের প্রতি আহ্বান জানাবো, তারা যেন শান্তির পথে এগিয়ে আসে, তাদের স্বপ্ন পূরণ করে এবং তাদের সন্তানদের ভবিষ্যৎ সুনিশ্চিত করে। আজ আমি আপনাদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি , আমি আপনাদের পাশে আছি, ভারতের সরকার আপনাদের পাশে আছে, এবং মণিপুরের মানুষের পাশে রয়েছে।
উল্লেখ্য,এই সহিংসতায় কমপক্ষে ২৬০ জন প্রাণ হারান এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হন।মণিপুরের ভূমি আশাবাদ ও আকাঙ্ক্ষার ভূমি। দুর্ভাগ্যবশত,এই সুন্দর অঞ্চলের ওপর সহিংসতার ছায়া নেমে এসেছিল। কিছুক্ষণ আগে আমি ত্রাণ শিবিরে থাকা ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে সাক্ষাৎ করেছি। তাঁদের সঙ্গে দেখা করার পর আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, মণিপুরে এক নতুন আশার ও আস্থার সূর্য উদিত হচ্ছে।
কোনো অঞ্চলের উন্নয়নের জন্য শান্তি অপরিহার্য। গত এগারো বছরে উত্তর-পূর্ব ভারতে বহু সংঘাত ও বিরোধ নিষ্পত্তি হয়েছে। মানুষ শান্তির পথ বেছে নিয়েছে এবং উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছে।
নরেন্দ্র মোদি মণিপুরে বিভিন্ন পরিকাঠামো উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, যার মধ্যে রয়েছে:
* পোলো গ্রাউন্ড ও তার আশপাশের অঞ্চলে ৩০ কোটির পরিকাঠামো উন্নয়নের কাজের ভিত্তিপ্রস্তর,
* রাজ্যের ১৬টি জেলার ১২০টি বিদ্যালয়ের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য ১৩৪ কোটি ব্যয়ে প্রকল্প,
* গ্রামীণ সংযোগ, শিক্ষা এবং পর্যটনের সঙ্গে সংশ্লিষ্ট ১০২ কোটির বিভিন্ন প্রকল্প,
* ইম্ফলের খুমান লমপাক স্পোর্টস কমপ্লেক্সে ৩৬ কোটির একটি মাল্টিপারপাস ইনডোর স্টেডিয়াম নির্মাণ,
* এবং তেংনৌপাল অংশে জাতীয় সড়ক ১০২এ (NH 102A) উন্নয়নে ৫০২ কোটি টাকার প্রকল্পও এতে অন্তর্ভুক্ত রয়েছে।