সুধাকণ্ঠের নামে ১০০ টাকার স্মারক ডাকটিকিট উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী মোদি, গুয়াহাটি শনিবার
আওয়াজ দ্য ভয়েস অসম ব্যুরো
ভূপেন হাজরিকার সুর আর গানের কথা শুধু মন ছুঁয়ে যায় না, তার মধ্যে লুকিয়ে থাকে এক বিশেষ বার্তা, ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’। তার সঙ্গীত ছিল দেশপ্রেমের অনুপম প্রকাশ, যা ভারতের নানা ভাষা, সংস্কৃতি ও সম্প্রদায়ের মধ্যে সংহতি ও ঐক্যের সেতুবন্ধন গড়ে তুলেছিল। সংগীত সূর্য হিসেবে পরিচিত এই শিল্পীর সৃষ্টিগুলি সময়ের সীমানা পেরিয়ে আজও আমাদের প্রজন্মকে ভাবতে, জাগ্রত হতে এবং একত্রিত হওয়ার অনুপ্রেরণা জোগায়। অসমীয়ার প্রাণের শিল্পী ভূপেন হাজরিকাকে নিয়ে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আজ সন্ধ্যায় গুয়াহাটিতে ভূপেন হাজরিকার জন্ম শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদি বলেছেন, সুধাকণ্ঠের মতো এক বিশ্ববরেণ্য শিল্পীর জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি নিজেকে ধন্য মনে করছেন। 'ভূপেন দা অমর হোক' বলে ভাষণ শুরু করে প্রধানমন্ত্রী মোদি শ্রদ্ধার সাথে সুধাকণ্ঠকে স্মরণ করেন।
প্রায় আধ ঘণ্টার ভাষণে সঙ্গীত সূর্য ডঃ ভূপেন হাজরিকাকে ‘ভূপেন দা’ বলে সম্বোধন করে প্রধানমন্ত্রী বলেন যে, সুধাকণ্ঠ ভারতের আবেগকে কণ্ঠ দিয়েছিলেন এবং তার সঙ্গীতে সমাজ পরিবর্তনের সুর ছিল। ভূপেন হাজরিকার কালজয়ী গান ও জীবনযাত্রাকে দেশ-বিদেশে পৌঁছে দিতে তাঁর সরকার বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদি বলেন, ভূপেন দার জীবনে ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’ মনোভাব প্রতিফলিত হয়েছিল এবং তার সংগীত ভারতের একতা বজায় রেখে প্রতিটি প্রজন্মকে অনুপ্রাণিত করেছে।
"ভূপেন দা ভারতের ঐক্যের জন্য সর্বদা গান গেয়েছেন। ভারতকে ঐক্য ও সংহতির বন্ধনে আবদ্ধ রাখতে তিনি অসংখ্য দেশপ্রেমমূলক গান রচনা করেছেন। সাংস্কৃতিক সংযোগের মাধ্যমে তিনি জাতিকে একত্রিত করেছেন। ভূপেন দাকে ভারতরত্ন প্রদানের মাধ্যমে উত্তর-পূর্বাঞ্চলের প্রতি আমাদের সরকারের দায়িত্ববোধ প্রতিফলিত হয়েছে।", গুয়াহাটির খানাপারায় আয়োজিত ভূপেন হাজরিকার জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদি এইভাবে তাঁর মনোভাব প্রকাশ করেছেন।
“নানান জাতি, উপজাতি ও বহুসংস্কৃতির সমন্বয় হলো সৃষ্টি এই আমার অসম দেশ”, অসমের বৈচিত্র্যময় সংস্কৃতির কথা তুলে ধরে সঙ্গীত সূর্য, ভারতরত্ন ডঃ ভূপেন হাজরিকা গাওয়া এই কালজয়ী গানের গভীরতা প্রসঙ্গও প্রধানমন্ত্রী মোদি উল্লেখ করেন। ভূপেন হাজরিকার আরেকটি চিরস্মরণীয় সৃষ্টি "মানুষে মানুষের জন্য" প্রসঙ্গ উত্থাপন করে প্রধানমন্ত্রী মোদি বলেন যে, এই গানের মাধ্যমে ভূপেন দাই মানুষের মাঝে মানবতা, সদ্ভাবনা, সম্প্রীতি ও সৌহার্দ্যের শক্তিশালী বার্তা ছড়িয়ে দিয়েছিলেন।
উল্লেখযোগ্য যে, ভূপেন হাজরিকার জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ প্রধানমন্ত্রী মোদি সুধাকণ্ঠের নামে একটি ১০০ টাকার স্মারক ডাকটিকিট উদ্বোধন করেন এবং প্রাণের শিল্পীকে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।