কলকাতা
	
	
	ভারতের প্রথম মেট্রো রেল পরিষেবার সূচনা যেদিন হয়েছিল, সেই ঐতিহাসিক দিনটির স্মরণে শুক্রবার কলকাতা মেট্রো রেলওয়ে পালন করল তাদের ৪১তম প্রতিষ্ঠা দিবস। ১৯৮৪ সালের ২৪ অক্টোবর কলকাতায় এসপ্ল্যানেড থেকে ভবানীপুর (বর্তমান নেতাজি ভবন) পর্যন্ত চলেছিল দেশের প্রথম মেট্রো ট্রেন। মাত্র ৩.৪ কিলোমিটার দীর্ঘ সেই পথ পেরিয়ে ভারতীয় গণপরিবহনের ইতিহাসে সূচিত হয়েছিল এক নতুন অধ্যায়।
	 
	শুক্রবারের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেট্রো রেলওয়ের মহাব্যবস্থাপক শুভ্রাংশু মিশ্র সহ অন্যান্য আধিকারিক ও কর্মীরা। শুভ্রাংশু মিশ্র তাঁর বক্তব্যে বলেন, “কলকাতা মেট্রো শুধু একটি পরিবহন ব্যবস্থা নয়, এটি শহরের প্রাণস্পন্দন। পরিবেশবান্ধব, আরামদায়ক, সময়নিষ্ঠ ও সাশ্রয়ী পরিষেবা দেওয়াই আমাদের অঙ্গীকার।”
	অনুষ্ঠানে মেট্রো রেলওয়ের ইতিহাস ও উন্নয়ন নিয়ে একটি তথ্যচিত্রও প্রদর্শিত হয়। পাশাপাশি দীর্ঘদিন ধরে কর্মরত কর্মচারীদের সংবর্ধনা দেওয়া হয় এবং তাদের অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান করা হয়।
	 
	উল্লেখযোগ্য যে, কলকাতায় মেট্রো রেল প্রকল্পের নির্মাণকাজ শুরু হয়েছিল ১৯৭০-এর দশকে, কলকাতা মেট্রো রেলওয়ের পরিকল্পনা করেছিলেন সেসময়ের তৎকালীন রেলমন্ত্রী প্রণব মুখার্জি ও প্রখ্যাত প্রকৌশলী সুধাংশু দত্ত। দীর্ঘ বছর পর ১৯৮৪ সালের ২৪ অক্টোবর প্রথম মেট্রো ট্রেনের উদ্বোধনের মধ্য দিয়ে ভারতের নগর পরিবহন ব্যবস্থায় ঘটে ঐতিহাসিক পরিবর্তন।
	 
	বর্তমানে কলকাতা মেট্রো রেল শুধুমাত্র ভারতের নয়, দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ মেট্রো নেটওয়ার্ক। প্রতিদিন লক্ষাধিক যাত্রী এর মাধ্যমে যাতায়াত করছেন। পরিবেশ দূষণ কমানো, শহরের যানজট হ্রাস এবং দ্রুতগতির পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে এর ভূমিকা অনন্য।
	 
	৪১তম প্রতিষ্ঠা দিবসের এই উদ্যাপন তাই শুধুমাত্র একটি স্মরণ নয়, বরং শহরের অগ্রগতির সঙ্গে যুক্ত এক গর্বের প্রতীক।