কলকাতার চামড়া শিল্পে আন্তর্জাতিক সম্ভাবনার দিগন্ত

Story by  atv | Posted by  Aparna Das • 22 h ago
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
 
কলকাতা

ইন্ডিয়ান লেদার প্রোডাক্টস অ্যাসোসিয়েশনের (ILPA) সহ-সভাপতি মহম্মদ আজহার জানিয়েছেন, কলকাতা এখন চামড়ার হ্যান্ডব্যাগ উৎপাদনে বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং এখানকার প্রায় ৮০ শতাংশ চামড়ার ব্যাগ জার্মানি, ফ্রান্স, ইতালি ও সৌদি আরবের মতো আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা হয়। বিশেষত যেসব দেশের সঙ্গে আগে তেমন যোগাযোগ ছিল না, সেসব দেশেও এবার বাজার সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
 
আজহার বলেন, “আমরা আশা করছি কলকাতার চামড়া শিল্প আরও উন্নতি করবে। কলকাতা এই খাতে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। কোভিড-১৯ পরবর্তী সময়ে চামড়া শিল্পের পুনরুত্থান লক্ষ্য করা গেছে। প্রকৃতপক্ষে, ক্রেতাদের সমর্থনও এখানে বড় ভূমিকা রাখছে এবং আমরা তাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি। যুক্তরাষ্ট্রের শুল্কবিধির কারণে আমরা যেমন কিছু সমস্যার মুখোমুখি হয়েছি, তেমনি আমেরিকার ক্রেতারাও সেই সমস্যার সম্মুখীন।”
 
ILPA-র সভাপতি অর্জুন মুখুন্দ কুলকর্ণি যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যু প্রসঙ্গে বলেন, “অবশ্যই আমরা সমস্যার সম্মুখীন হয়েছি, তাই আমরা আমাদের ব্যবসা দক্ষিণ আমেরিকা, রাশিয়া এবং ইউরোপের মতো নতুন বাজারে প্রসারিত করার চেষ্টা করছি। এই দেশগুলো আমাদের পরবর্তী বড় বাজার হতে পারে। গত কয়েক বছরে আমাদের সদস্যরা ইউরোপ ও উত্তর আমেরিকার বড় বাজারে রপ্তানি দ্বিগুণ করেছে। পাশাপাশি পরিবেশবান্ধব উৎপাদন, ডিজাইন এবং উদ্ভাবনে যথেষ্ট বিনিয়োগ করেছে। এ বছর নতুন প্রশিক্ষণ কর্মসূচি ও আন্তর্জাতিক অংশীদারিত্বের মাধ্যমে আমরা ভারতকে প্রিমিয়াম চামড়াজাত পণ্যের বিশ্বব্যাপী পছন্দের উৎস হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে প্রযুক্তিগতভাবে সজ্জিত করছি।”
 
ILPA ইতিমধ্যে তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়ন ও চামড়া খাতে কর্মশক্তি গঠনের জন্য নতুন স্কিল ডেভেলপমেন্ট ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে। প্রযুক্তি হস্তান্তর, জ্ঞান বিনিময় ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সংস্থাটি দেশি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলির সঙ্গে সহযোগিতা করেছে। ২০০-রও বেশি প্রস্তুতকারক, রপ্তানিকারক ও শিল্প অংশীদারদের প্রতিনিধিত্বকারী এই সংস্থা ভারতের অন্যতম বৃহত্তম চামড়াজাত ব্যবসায়িক সংগঠন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
 
আগামী ২৮ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত বিশ্ব বাংলা প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত হবে ILPA মেলা, যেখানে থাকবে লাইভ প্রদর্শনী, ইন্টারঅ্যাকটিভ কর্মশালা ও শিল্প বিশেষজ্ঞদের প্যানেল আলোচনা। এই অধিবেশনগুলো চামড়া ও ফ্যাশন খাতের জ্ঞান বিনিময়ের সুযোগ সৃষ্টি করবে এবং এই শিল্পের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করবে বলে আশা করা হচ্ছে।