আইএসআই জঙ্গিকে গ্রেফতার করল ঝাড়খণ্ড ও দিল্লি পুলিশের দল

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 3 d ago
যৌথ অভিযানের ছবি
যৌথ অভিযানের ছবি
ঝাড়খণ্ড

দিল্লি পুলিশের স্পেশাল সেল,ঝাড়খণ্ড এটিএস এবং ঝাড়খণ্ড পুলিশের সন্মেলিত অভিযানে একটি বড় জঙ্গি নেটওয়ার্কের হদিশ পাওয়া গিয়েছে। রাঁচির ইসলামনগর থেকে আইএসের সঙ্গে জড়িত জঙ্গি আজহার দানিশকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। দিল্লি পুলিশ সূত্রে খবর, আজহার দানিশের বিরুদ্ধে ইতিমধ্যেই দিল্লিতে মামলা দায়ের করা হয়েছিল এবং তার ভিত্তিতে স্পেশাল সেল তাকে খুঁজছিল।
 
আজহারকে গ্রেফতারের পর এখন তার পুরো নেটওয়ার্ক ভেঙে ফেলার চেষ্টা শুরু হয়েছে। এ বিষয়ে তথ্য দিয়ে পুলিশ জানিয়েছে, ধৃত সন্দেহভাজন জঙ্গি আজহার দানিশকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কর্মকাণ্ড, নেটওয়ার্কের খোঁজ চলছে। তার পরিচিতদের নিয়ে তদন্ত করা হচ্ছে। আজহারের কোনও নাশকতার ছক ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিল্লি পুলিশের স্পেশাল সেল, ঝাড়খণ্ড এটিএস এবং রাঁচি পুলিশের যৌথ একটি দল অভিযান চালিয়েছিল রাঁচির ইসলামনগরে। সেখান থেকেই সন্দেহভাজন সন্ত্রাসী দানিশকে গ্রেফতার করতে সফল হয় তারা। ধৃত জঙ্গি ইসলামনগরের তাবারক লজে ছিল। এ বিষয়ে কথা বলতে গিয়ে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, সন্ত্রাসী মডিউলের শিকড় পর্যন্ত পৌঁছানোর জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একইসঙ্গে, বড় সন্ত্রাসবাদী হুমকি বন্ধ করার লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

পুলিশ কর্মকর্তা বলেন, 'আমাদের নিরাপত্তা সংস্থাগুলি পুরো নেটওয়ার্কের পর্দা ফাঁস করার জন্য নিরন্তর কাজ করছে।' এর পাশাপাশি ঝাড়খণ্ডের পালামুতেও অভিযান চালিয়েছে পুলিশের দল। পালামুর এসপি রিশমা রমেসান বিষয়টি নিশ্চিত করেছেন। প্রাপ্ত তথ্য অনুসারে, ২০২৪ সালের জানুয়ারিতে আজহার দানিশ পাথালকুদওয়া মসজিদের কাছে থাকত। এরপর সে তাবারক লজে থাকতে শুরু করে। পুলিশ জানিয়েছে, অভিযানে অস্ত্র ও বেশ কয়েকটি ইলেকট্রনিক যন্ত্রপাতি বাজেয়াপ্ত করা হয়েছে।