২০৩০ সাল পর্যন্ত ফুটপাত ব্যবসায়ীদের ঋণ দেবে সরকার

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 6 h ago
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
 
নয়া দিল্লি
 
প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার অধীনে দেশের ফুটপাত ব্যবসায়ীদের ঋণ প্রদান করে আসছিল কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পের বৈধতা ২০২৪ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত ছিল,যদিও সম্প্রতি কেন্দ্রীয় সরকার এই প্রকল্পটি ২০৩০ সাল পর্যন্ত চালিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

PM স্ট্রিট ভেন্ডার্স আত্মনির্ভর নিধি যোজনা,অর্থাৎ PM SVANidhi, কেন্দ্রীয় সরকার ২০২০ সালে শুরু করেছিল। এই প্রকল্পের অধীনে ফুটপাত ব্যবসায়ীদের মতো ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ দিয়ে আর্থিক সহায়তা প্রদান করা হয়। বিশেষ বিষয়টি হলো—এই ঋণ সরকার ফুটপাত ব্যবসায়ীদের কোনো জামানত ছাড়াই প্রদান করে।

 কেন্দ্রীয় মন্ত্রিসভা বৈঠক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়,সেখানে এই প্রকল্পের পুনর্গঠন এবং ঋণের সময়সীমা ২০২৪ সালের ৩১শে ডিসেম্বর থেকে ২০৩০ সালের ৩১শে মার্চ পর্যন্ত বৃদ্ধি করার অনুমোদন দেওয়া হয়েছে। PM স্বনিধি প্রকল্পের বাজেট ৭,৩৩২ কোটি টাকা ধার্য করা হয়েছে।

এর পাশাপাশি, এই প্রকল্পে ইতিমধ্যে যারা উপভোক্তা রয়েছেন, তাঁদের বাইরে আরও ৫০ লক্ষ নতুন উপভোক্তা সংযুক্ত হবেন। এর ফলে, প্রকল্পটির মোট উপভোক্তার সংখ্যা দাঁড়াবে ১.১৫ কোটি।এই প্রকল্পটি গৃহ নির্মাণ ও নগর বিষয়ক মন্ত্রণালয় (MoHUA) এবং আর্থিক পরিষেবা বিভাগ (DFS)যৌথভাবে বাস্তবায়ন করবে।

PM স্বনিধি প্রকল্পের পুনর্গঠনের আগে প্রথম ঋণের পরিমাণ ১৫,০০০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। দ্বিতীয় ঋণের পরিমাণ ২৫,০০০ টাকা, আর তৃতীয় ঋণের পরিমাণ ৫০,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।এর পাশাপাশি,যেসব উপভোক্তা দ্বিতীয় দফায় ঋণ নিয়েছেন, তাঁদের UPI-লিঙ্কড রূপে ক্রেডিট কার্ড দেওয়া হবে। জরুরি পরিস্থিতিতে এই ক্রেডিট কার্ডটি অত্যন্ত সহায়ক হবে।

এর বাইরে,ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করার জন্য ফুটপাত ব্যবসায়ীরা খুচরা ও পাইকারি লেনদেনে ১,৬০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারবেন।PM স্বনিধি প্রকল্পের অধীনে এখন রাস্তার ব্যবসায়ীদের উদ্যোক্তা দক্ষতা, আর্থিক সাক্ষরতা এবং ডিজিটাল দক্ষতা সম্পর্কেও প্রশিক্ষণ দেওয়া হবে।এছাড়াও,FSSAI-এর (খাদ্য সুরক্ষা ও মান সংস্থা)সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে তাঁদের স্বচ্ছতা,পরিচ্ছন্নতা ও খাদ্য সুরক্ষা সংক্রান্ত প্রশিক্ষণও প্রদান করা হবে।