সুধাকণ্ঠ ড. ভূপেন হাজরিকা
গুয়াহাটি
ভারতরত্ন ড. ভূপেন হাজরিকার জন্মশতবার্ষিকীর পূর্বে এলো এক সুসংবাদ। সুধাকণ্ঠ ড.ভূপেন হাজরিকার সম্মানে কেন্দ্রীয় সরকার প্রস্তুত করবে একটি ১০০ টাকার স্মৃতি মুদ্রা। বুধবার এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রণালয় একটি গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও সামাজিক মাধ্যমে মন্তব্য করেছেন।
তিনি ফেসবুকে লেখেন:"ভারতরত্ন, সুধাকণ্ঠ ড.ভূপেন হাজরিকার প্রতি এক কালজয়ী সম্মান। আপনাদের জানাতে পেরে সত্যিই আনন্দিত যে,বিশ্ববরণ্য এই শিল্পীর জন্মশতবার্ষিকীর বিশেষ উপলক্ষে কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রণালয় সুধাকণ্ঠের নামে ১০০ টাকার মূল্যের একটি স্মৃতি মুদ্রা প্রস্তুতের জন্য সরকারি গেজেটে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। লুইত নদীর পাড়ের এই গুণী শিল্পীকে সদা যথোচিত সম্মান জানিয়ে আসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে জন্মশতবার্ষিকীর এই বিরল মুহূর্তকে আরও বিশেষ করে তোলার জন্য অসমবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই।"
উল্লেখযোগ্য যে, অসম সরকার ইতিমধ্যেই সুধাকণ্ঠ ড. ভূপেন হাজরিকার জন্মশতবার্ষিকী উদযাপনের প্রস্তুতি শুরু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কার্যসূচির শুভারম্ভ করবেন বলে জানানো হয়েছে। জন্মশতবার্ষিকী উপলক্ষে অসম সরকার কেন্দ্রীয় সরকার ও রিজার্ভ ব্যাংকের কাছে একটি স্মৃতি মুদ্রা তৈরির আহ্বান জানায়। সেই আহ্বানে সাড়া দিয়েই কেন্দ্রীয় সরকার এই গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
জানা গেছে, আগামী ৮ই সেপ্টেম্বর, ড. ভূপেন হাজরিকার জন্মদিনে জালুকবাড়িতে অবস্থিত তাঁর সমাধিস্থল থেকে এই কার্যসূচির সূচনা করা হবে। যদিও প্রধানমন্ত্রী ৮ই সেপ্টেম্বর উপস্থিত থাকবেন না,তিনি ১৩ই সেপ্টেম্বর আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সেই দিন রাজ্যের বিভিন্ন বয়সের এক হাজার শিল্পী ভূপেন হাজরিকার গান ও কবিতা পরিবেশন করবেন।