ইম্ফল (মণিপুর):
মণিপুর স্টেট কাউন্সিলের স্বঘোষিত ‘মুখ্যমন্ত্রী’ ও ‘পররাষ্ট্রমন্ত্রী’-র বিরুদ্ধে তল্লাশি চালাল ইডি ।বুধবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) মণিপুর স্টেট কাউন্সিলের স্বঘোষিত ‘মুখ্যমন্ত্রী’ ইয়ামবেম বিরেন এবং স্বঘোষিত ‘পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী’ নারেংবাম সমরজিৎ-এর সঙ্গে যুক্ত বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চালায়।
ইম্ফলে অভিযুক্তদের সঙ্গে সম্পর্কিত মোট পাঁচটি স্থানে এই তল্লাশি চালানো হয়। তাঁরা দু’জনই সালাই গ্রুপ অব কোম্পানিজ-এর গুরুত্বপূর্ণ সদস্য বলে জানা গেছে।
কর্তৃপক্ষের মতে, এই মামলাটি ২০১৯ সালে লন্ডনে অনুষ্ঠিত একটি সাংবাদিক সম্মেলনের সঙ্গে সম্পর্কিত। ওই সম্মেলনে ইয়ামবেম বিরেন নিজেকে ‘মণিপুর স্টেট কাউন্সিলের মুখ্যমন্ত্রী’ হিসেবে পরিচয় দেন, এবং নারেংবাম সমরজিৎ নিজেকে ওই কাউন্সিলের ‘পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী’ বলে দাবি করেন। সেই অনুষ্ঠানে তাঁরা প্রকাশ্যে ভারতের ইউনিয়ন থেকে মণিপুরের ‘স্বাধীনতা’ ঘোষণা করেছিলেন।
আধিকারিকদের বক্তব্য অনুযায়ী, এই ধরনের কর্মকাণ্ড রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, দেশদ্রোহিতা এবং বিভিন্ন গোষ্ঠীর মধ্যে অশান্তি, শত্রুতা ও ঘৃণার অনুভূতি উসকে দেওয়ার শামিল।এর আগে, নিরাপত্তা বাহিনী মণিপুরের কাকচিং জেলার সুগনু থানার অন্তর্গত মল্টিনচান গ্রাম থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।
উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে ছিল—একটি ম্যাগাজিনবিহীন এসএলআর, একটি দেশীয়ভাবে তৈরি বোল্ট-অ্যাকশন স্নাইপার রাইফেল (খালি ম্যাগাজিনসহ), একটি ডাবল ব্যারেল বন্দুক (ডিবিবিএল), একটি সিঙ্গেল ব্যারেল বন্দুক (এসবিবিএল), একটি দেশীয় পিস্তল (খালি ম্যাগাজিনসহ), একটি ৩৬ এইচই হ্যান্ড গ্রেনেড (ডিটোনেটর ছাড়া), ৭.৬২ এলএমজি-র একটি খালি ম্যাগাজিন, তিনটি টিউব লঞ্চার, ১৫ রাউন্ড এসএলআর গোলা, পাঁচটি স্টান শেল এবং একটি ৫১ মিমি এইচই বোমা।
জেলায় অবৈধ অস্ত্রের চলাচল রোধ এবং জননিরাপত্তা জোরদার করার লক্ষ্যে চালানো তীব্র নিরাপত্তা অভিযানের অংশ হিসেবেই এই উদ্ধার অভিযান চালানো হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।এছাড়াও, মণিপুর পুলিশ সশস্ত্র সংগঠন পিপলস রেভোলিউশনারি পার্টি অব কাংলেইপাক (প্রেপাক)–এর প্রো শাখার এক সক্রিয় সদস্যকে আটক করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির পরিচয় থাংজাম প্রিয়োবার্তা সিং ওরফে ইয়োখখাটপা । তিনি বিষ্ণুপুর জেলার কুম্বি মায়াই লেইকাই এলাকার বাসিন্দা।