গুয়াহাটিঃ
মহানগরের ফেন্সীবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড। গভীর রাতে এই অগ্নিকাণ্ডটি সংঘটিত হয়েছে। অগ্নিকাণ্ডের ফলে একজনের মৃত্যু হয়েছে,তিনজনের অবস্থা আশঙ্কাজনক। মহানগরের ফেন্সীবাজারের এসএস রোডে সাইবার মার্টে এই অগ্নিকাণ্ডটি ঘটে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, মার্কেটটির নিচতলায় এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। মার্কেটটির ভিতরে ৬০টিরও বেশি কাপড়ের দোকান ছিল।মার্কেটটির ভিতরে রাতে চারজন ব্যক্তি ছিলেন। এই অগ্নিকাণ্ডের ফলে একজনের মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ সাদের বলে শনাক্ত করা হয়েছে। মার্কেটের ভিতরে আটকে পড়া চারজনকেই আশঙ্কাজনক অবস্থায় জি এম সি এইচ-এ পাঠানো হয়, যদিও মোহাম্মদ সাদের নামের ওই ব্যক্তির মৃত্যু হয়।
অন্যদিকে তাসিব, সাহিন ও আরিফ নামের তিনজন ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বিভাগের অনেক গাড়ি চেষ্টা অব্যাহত রেখেছে।
উল্লেখযোগ্য , এই অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে যে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।